"আশা ভোসলের কনসার্ট বয়কটের ডাক কি যুক্তিযুক্ত ?"
Click This Link
এখানে সে বর্ডারে হত্যাযজ্ঞকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছে এবং যাদেরকে মারা হয়েছে, তাদেরকে গরুচোর হিসেবে আখ্যা দিয়েছে।
এই মহান লেখকের নিজের ভাষায় ঃ
সীমান্তে যা হচ্ছে তা বিচ্ছিন্ন ঘটনা ছারা আর কিছুই না।কয়েকটা বাংলাদেশী গরু চোরের জন্য এত বড় মাপের একজন শিল্পীর অসম্মান করা মোটেও ঠিক হবে না এর সাথে পুরো বাঙালী জাতির মান সম্মান এর প্রশ্ন জড়িত।উনি বাংলাদেশে কনসার্ট করতে আসছেন এ আমাদের পরম সৌভাগ্য
চান্দু পোস্ট ডিলিট কইরা দিতে পারে, তাই স্ক্রীনশট হাজির করলাম




এই পোস্ট দেবার ঘন্টাখানেক আগে এয়ারটেলের চুরামি লইয়া আমি একটা পোস্ট দিছিলাম, এই একই ব্যক্তি সেখানে উলটা কমেন্ট করেছেনঃ
"ফায়ারউলফ বলেছেন: সামনে আশা ভোসলে ঢাকায় আসছে।বিএসএফ কর্তৃক বাঙালী হত্যার প্রতিবাদ জানাতে এয়ারটেলের পাশাপাশি আশা ভোসলের কনসার্ট বর্জন করুন। "

আরো ভালো ভাবে দেখতে চাইলে এই পোস্টের চার নাম্বার কমেন্টটা দেখেন
Click This Link
একবার বলতেসে আশা ভোসলের কনসার্ট বর্জন করতে, আবার ঘন্টাখানেক পরে পোস্ট দিতেছে " আশা ভোস্লেরকনসার্ট বয়কটের ডাক কি যুক্তিযুক্ত ?
মাল্টি নিকে পোস্টাইতে গিয়া বেচারার ধুতি খুলে গেলো তো। তার পোস্টে গিয়ে আমি ভুলটি ধরিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু আমার কমেন্ট সযতনে ডিলিট করা হইসে।


একে জনতার হাতে ছাইরা দিলাম

