বিশ্ব কবির মহাপ্রয়াণ দিবস আজ। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার জন্য একটি রবীন্দ্রসঙ্গীত দিলাম।
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে
আমার সুর গুলি পায় চরন
আমি পাইনে তোমারে।।
বাতাস বহে মরি মরি
আর বেধে রেখ না তরী
এসো এসো পার হয়ে মোর, হৃদয় মাঝারে।।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাশি বাজায় সকল বেলাযে।।
কবে নিয়ে আমার বাশি
বাজাবেগো আপনি আসি
আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৬