যেমন গত কয়েকদিন থেকে একটি গ্রুপ থেকে গুজব ছড়ানো হচ্ছিল এই বলে যে ১৪ তারিখ বেক্সিমকো গ্রুপ তাদের আর্থিক প্রতিবেদন দেবে এবং সেখানে বেক্সসিনথেটিকের লট ভাঙ্গার ঘোষনা আসবে। বেক্সসিনথেটিকের শেয়ারের দাম ৩০/৪০ % বাড়বে। লেখাটি দেখে আমি তাকে সাথে সাথে চ্যালেঞ্জ জানিয়েছিলাম। কিন্তু ওর সাথে তাল মিলিয়ে কয়েকজন গ্রুপ মেম্বার আমাকে বোকা হিসেবে প্রমান করতে ছেয়েছিল।

আমিও তক্কে তক্কে ছিলাম যে চান্দু, ১৪ তারিখ আসুক। তারপর তোমাকে ধরব!
অবশেষে সেই মুহূর্ত আসল। আমি তাকে আজ বিকেলে ওর কথা যে মিথ্যা এবং গুজব ছিল তা জানিয়ে আবার মেসেজ দিলাম। কিন্তু সে অনলাইনে আছে কিন্তু লা জবাব।





যারা এমন গ্রুপগুলোর সাথে যুক্ত তারা সাবধান থাকবেন। ডিএসসির নিউজ ছাড়া আর কোন নিউজকে বিশ্বাস করবেন না। ইদানিং কিছু মানুষ তথাকথিত ''নিউজ'' খোজেঁ। আমাকে কেউ কোন নিউজ আছে কিনা জিজ্ঞেস করলে প্রথমে একটি ঝাঁড়ি মারি। তারপর বলি ডিএসসির ওয়েব সাইটে খোঁজ করতে। কারণ সেখানে যে নিউজগুলো পাওয়া যায় সেগুলোই সত্য, অন্যগুলো গুজব।
গতকালকের পোষ্টে লিখেছিলাম সেটা হয়তো শেয়ার নিয়ে আমার শেষ লেখা। কিন্তু কি অজব ব্যাপার, আজই লিখতে হলো। শেয়ার ব্যবসায় লাভবান হওয়ার একদম সহজ কৌশল।
শেয়ার নিয়ে আমার সব লেখা।
শেয়ার ব্যাবসা শিখুন।