(প্রথম ব্লগ)
আমার চোখের উপর তোমার কোমল হাত
আমি সরাতে চেষ্টা করি,
কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়ে হাল ছাড়ি।
তুমি কি চাও?-আমি মিথ্যায় বাঁচি!
নাকি বলবে, এলোমেলো শাড়ী ঠিক করতে
-তোমার চোখ ধরে আছি।
তুমি যদি চাও আমি নষ্ট করব দৃষ্টি
দেখব না আর মিটিমিটি তারা, ভরা জোৎস্না, রিমঝিম বৃষ্টি।
তবে আমার অন্তরের পলকহীন চোখে
তোমার হাত দুটি আর রাখা নয়,
এ চোখে হাত রাখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়।
নিষ্ঠুর তুমি, লাল রক্তে ভাসালে হৃদয়
তোমার কোমল হাতের কঠোরতায় ঘটে মোর পরাজয়।