কিংবদন্তী'র টি-শার্টে বিজয় দিবস
কিংবদন্তী এখন ব্লগস্পটে । আপনাদের সাদর আমন্ত্রণ রইল । ব্লগস্পটে কিংবদন্তীর পেজটি দেখুন এবং মন্তব্য করুন । আপনাদের উপদেশ, মন্তব্য আশা করছি ।
মুক্তিযুদ্ধ বাঙালির গর্ব, মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার । মুক্তিযুদ্ধের সেই বিজয়কে টি-শার্টে এনেছেন বাংলাদেশের প্রথিতযশা শিল্পী আনিসুজ্জামান সোহেল । কিংবদন্তীর ফুল শ্লীভ টি-শার্টে এই ডিজাইনটি এসেছে । গাঢ় চা-পাতা রঙ-এর টি-শার্টের মাঝে ভিক্টোরি চিহ্ণিত হাতের পিছনে বাংলাদেশের লাল সবুজের পতাকা । সবুজ-শ্যামল প্রকৃতির মাঝে বিজয়ের লাল সূর্য আমাদের ছিনিয়ে আনতে হয়েছে অনেক বাধা-বিঘ্ন পেরিয়ে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে । সেই কিংবন্তীরই বিজয়ের ছাপ পাওয়া যাবে এই টি-শার্টে। ফুল শ্লীভ টি-শার্টের মূল্য মাত্র ২০০ টাকা ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের নয়মাস পেরিয়ে এলা বিজয়েল মাস ডিসেম্বর । এই ডিসেম্বরে বাংলাদেশ যেমন বিজয়লাভ করেফিল তেমনি অন্যদিকে হারিয়েছিল বাংলার শ্রেষ্ঠ সন্তানদের । ১৪ ডিসেম্বরে বুদ্ধিজীবিদের ধরে নিয়ে অমানসিক নির্যাতন চালানোর পর কুপিয়ে কুপিয়ে হত্যা করে রায়ের বাজারের বদ্ধভূমিতে ফেলে রেখিফিল রাজাকার আল-বদরের দল । সেই বদ্ধভূমি গড়ে উঠেছে স্মৃতিসৌধ । স্মৃতিসৌধের বিরাট জানালা'র ফটোগ্রাফ দিয়ে কিংবদন্তীর এবারে টি-শার্টে নিয়ে এসেছে । কালো ফুল শ্লীভ টি-শার্টে নামকরণ করা হয়েছে সব ক'টা জানালা খুলে দাও না ।এছাড়া ১৯৭৩ সালে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে ডাকটিকেট এর ডিজাইন দিয়ে এসেছে একটি হালকা অফ হোয়াইট টি-শার্ট এবং ৭১ এর চেতনা জাগাতে 'ফিরিয়ে আনো একাত্তর' শ্লোগান দিয়ে আরেকটি টি-শার্ট । ডিজাইন গুলো করেছে কিংবদন্তীর নিজস্ব ডিজাইনারা ।শীতের আমেজ এখন হাওয়ায় হাওয়ায় । সেই আমেজে মাঘ সংক্রান্তির রাতে কবিতা দিয়ে গাঢ় নেভী ব্লু টি-শার্ট ডিজাইন করেছেন মাহবুবুর রহমান । মাহবুব জানালার খোলা কপাট দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছেন স্বাধীনতা ডিজাইনে । এছাড়াও তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে দুরন্ত শিশুকে নিয়ে ডিজাইন করেছে শৈশবোত্তীর্ণ বাংলাদেশেল । ওয়ালিভ টি-শার্ট সবার শৈশবকেই যেন খুজে ফেরে ।