ট্রাম্পের মেয়াদের দুই মাস পর, প্রশাসনের কর্মকর্তারা এই ধারণা প্রত্যাখ্যান করছেন যে ট্রাম্প ইতিমধ্যেই এমন একটি অর্থনীতির মালিকানা গ্রহণ করেছেন যার উপর তিনি "অলৌকিক কাজ" করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা ইতিবাচক তথ্য দেয়ার চেষ্টা করছে এবং ট্রাম্পের পূর্বসূরী জো বাইডেনের উপর দুর্বলতার লক্ষণগুলির জন্য দোষারোপ করেছেন, যদিও সতর্ক করে দিয়েছেন যে তার পরিকল্পনা রাতারাতি ফল দেবে না।
অর্থাৎ আইতাছে.......
এখন আল্লাহর দিকে চাইয়া থাকো ‼️
যদিও আমাদের কিছু ব্লগার ভাইরা মানতেই পারছে না আমেরিকার অর্থনীতির যৌবন আটলান্টিক সাগরের ভাইসা গেছে তারা এখনও আমেরিকা বলেই জ্ঞান হারিয়ে চেং দোলা হয়ে থাকে ‼️যাই হোক আমি বা আমার ব্লগার ভাইয়েরা যতই নর্তন কুদন করি আমি আমেরিকার অর্থনীতি দিনে বারো বার গুষ্ঠি উদ্ধার করি আর তারা সেই গুষ্ঠি মাথায় নিয়ে নৃত্য করুক তাতে কিছুই আসে যায় না l বাস্তবতা যা দেখাই যাবে l সব কিছুর পরেও এটা সত্য আমেরিকা যত খুশি ডলার ছাপাতে পারে আর ডলার এখনও চালকের আসনে l তাই যতক্ষন ডলার ধ্বংস না হচ্ছে আমেরিকাও ততক্ষন টিকে থাকবে ‼️ অর্থাৎ আমেরিকার প্রাণ ভোমরা এখন ডলার তার সামরিক শক্তি না l তবে অতিরিক্ত ডলার ছাপানো মানে মূল্যস্ফীত বৃদ্ধি পাওয়া l