![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
আসি মামুর শপথ পরবর্তী কার্যক্রম নিয়ে l সে কি করবে তা নিয়ে একাধিক পোস্ট দিয়েছি ব্যাখ্যা করেছি কারন বলেছি যাদের প্রয়োজন আমার আই ডি তে গেলেই পেয়ে যাবেন l ইউরোপের তো ঘন্টা বাজাবেই শুরু করেছে ডেনমার্ক দিয়ে অর্থাৎ গ্রিনল্যান্ড নিয়ে l এটি নিয়েও পোস্ট দিয়েছিলাম তারপরেও আরেকবার মনে করিয়ে দেই গ্রিনল্যান্ড নিয়ে ইনিয়ে বিনিয়ে যাই বলুক আসলে সেখানে ৩২ টির বেশি পারমানবিক স্থাপনা আছে বরফ গলে যা প্রকাশ্যে চলে এসেছে এটাই গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার মাথা ব্যথার মূল কারন l মেক্সিকো সাগরের নাম পাল্টে আমেরিকা সাগর l মামুর ঘনিষ্ঠ চামচা ইলন আরেক কাঠি বেশি চামচামি করে ঘোষণা দিয়েছে ইংলিশ চ্যানেলের নাম হবে জর্জ ওয়াশিংটন চ্যানেল l ইতিমধ্যে দুর্বল দেশ কলম্বিয়াকে বাধ্য করেছে অভিবাসি নিতে l সবই আন্তর্জাতিক রাজনীতির অংশ l আরও কারনামা আছে এগুলো মাত্র শুরু l
কিন্তু কি হবে যখন এই ধরনের মিত্র দেশগুলোর উপর অত্যাচার শুরু করলে ⁉️ডেনমার্ক কানাডা এরা এক কথায় আমেরিকার হরেমখানার নর্তকী যা বলবে যেভাবে করতে চাইবে খুলে দিবে অথচ এদের উপর যখন মামু এসব শুরু করেছে তা খারাপ ইংরেজিতে worst example হবে মিত্র দেশগুলোর জন্য l পাগলা মামু যতই পাগলামি করুক বা ট্রাম্পের পাগলামি বলুক মামুর পরিচয় কিন্তু ব্যক্তি মামু না পরিচয় আমেরিকার প্রেসিডেন্ট অর্থাৎ তার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কাজ কূটনীতির ভাষায় আমেরিকার কাজ বলেই স্বীকৃত হবে এখানে ব্যক্তি কে দেখার বিষয় না বিষয় কোন দেশ এবং সে দেশ আমেরিকা যার পূজা করেছে ইউরোপ সহ বিশ্বের গুটি কয়েক দেশ ছাড়া সকল দেশ l মামুর প্রত্যেকটি শব্দের কাজের মূল্য চুকাতে হবে আমেরিকাকেই l
যা করছে তা করছে আমেরিকার অর্থনীতি বাঁচানোর জন্য কিন্তু কাজের কাজ কিছুই হবে না l কারন আমেরিকার অর্থনীতি ওবামা আমলেই ধ্বংস হয়ে গেছে এখন কেবল ফাঁপা বুলি দিয়ে আছে এতদিন ইউরোপ সহ অন্যান্য তাবেদার গোষ্ঠী নিজেদের স্বার্থে প্রচার করেছে আমেরিকা এখনও বিশাল অর্থনীতির দেশ অফুরন্ত ধোন ভান্ডার কিন্তু আসলে মান কচু ধোন কচু l কাজের কাজ কিছুই হবে না এজন্যই বলেছি কারন অর্থনীতি হোক, বিল্ডিং হোক আর তাল গাছ হোক উঠে দাঁড়াতে বেস বা গোড়া লাগে যখন গোড়াই নাই দাঁড়াবে কিসে ‼️ আমেরিকা যা করছে মৃত্যুর আগে খড়কুটো ধরে ভেসে থাকার চেষ্টা মাত্র আর কিছুই না ‼️ ট্রাম্পের এইসব পাগল সাজার নাটক পাগলামি ছাগলামি যারে তারে কামড়ানো আঁচড়ানো সবই আমেরিকার ডিপ স্টেট পলিসি শেষ দম নিচ্ছে ‼️ ট্রাম্প নামক যে ফানুস এখন ফুলছে ফুলছে ফুলছে এক সময় ফেটে যাবে আর ফেটে গেলে কি হবে ❓
সর্ব প্রথম বাইডেনের সময় কোন রকমের বিরোধীদলের হাত পা ধরে ঋণ নিয়ে আমেরিকার অর্থনীতির পোঁদে যে বাঁশটি ঠেকিয়ে রেখেছে তা সরাত করে ঠুকে যাবে l ফলে ডলার ক্রাশ হবে হয়তো এজন্যই ব্রিকস নতুন মুদ্রা এখনই আনেনি কারন যে ফল পেকে গেছে তা পেরে আনার জন্য গাছে উঠার দরকার কি তলায় দাঁড়িয়ে থাকলেই হবে টুপ্ করে পরবে একেই বলে চীনের চিপা বুদ্ধি ‼️অযথা নতুন মুদ্রা এনে হাউকাউ করে সময় অর্থ ব্যয় করার কোন অর্থ নাই শুধু কিছু সময় ব্যয় করা বা ধৈর্য ধরা মাত্র l এরপর ন্যাটো ভাঙবে অবশ্য এটি হয়ত আমেরিকার অর্থনীতি বা ডলার ফেইল করার আগেই হবে আগামী দুই বা তিন মাসেও হতে পারে l চীন রাশিয়া এখন এয়ারবাড দিয়ে কান খোঁচাচ্ছে আর হাসছে ‼️এরপর কি হবে ⁉️ কিছু বাকি থাক সব গল্প এখন বলে দিলে মজা থাকবে না l
আসুন আমরা আমেরিকা তথা ট্রাম্পের উলম্ব লম্ফন নর্তন কুদন দেখি মজা নেই ‼️ ভয়ের কিছুই নাই ট্রাম্প ফানুস একটি ফানুস মাত্র ইহা ফুলছে ফাটার জন্য আমেরিকার ডিপ স্টেট এর নাটক খর কুটো ধরে ভেসে থাকার করুণ চেষ্টা
![;)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_09.gif)
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:২৩