ক) স্কুল কলেজ ভার্সিটি
১ স্কুল, বিশ্ব বিদ্যালয়ে কোন শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে স্কুলে আসতে পারবে না l
২ প্রত্যেক মেট্রোপোলিটন শহরে স্কুল বিশ্ব বিদ্যালয় করতে হলে তাদের অবশ্যই শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীদের জন্য যানবাহন থাকতে হবে l প্রতি গাড়িতে ২০/ ৪০ জন এর ব্যবস্থা থাকতে হবে l প্রয়োজনে তাদের সুদ মুক্ত অথবা সরকারি প্রণোদনায় যান দেয়া যেতে পারে তবে এটি সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে l প্রাইভেট প্রতিষ্ঠান সম্পূর্ণ নিজ খরচে যান বাহন ব্যবস্থা করবে l
৩ স্কুল কলেজের সামনে কোন গাড়ি, রিক্সা যে কিন্তু ধরনের বাহন রাখা ওঠা নামা নিষিদ্ধ l বড় জরিমানা করতে হবে l অন্তত ৫০০০/ ১০০০০ l দুই বা তিনবার একই অপরাধ করলে ওই গাড়ির মালিকের যাক্স ফাইল কল করে আয়ের উৎস তদন্ত করতে হবে l যেহেতু পয়সার গরম তাই পয়সা কিভাবে আসে দেখতে হবে l
খ ) সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান
১ সচিবলয়ের অফিস টাইম পরিবর্তন করতে হবে l সন্ধ্যাকালীন অফিস চালু করতে হবে কমপক্ষে রাত ৮ টা পর্যন্ত
সকালে সেই ক্ষেত্রে অফিস টাইম চেঞ্জ করা দরকার তাহলে স্কুল টাইম অফিস টাইম ভিন্ন হবে l প্রায় সকল সরকারি বেসরকারি অফিস সচিবলয় টাইম ফলো করে l স্কুল টাইমের সাথে অন্তত দুই ঘন্টা পার্থক্য রাখা উচিৎ l
২ সকল কোর্ট বা আদালতের কার্যক্রম অবশ্যই সন্ধ্যাকালীন করা উচিৎ l শুরু করা উচিৎ লাঞ্চ টাইমের পর ১. ৩০/২০০ টা থেকে রাত নয়টা প্রয়োজনে আরও বেশি করা যেতে পারে l
৩ সরকারি আধা সরকারি অন্যান্য প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী কিছু দপ্তর বা কার্যক্রম সন্ধ্যাকালীন করতে হবে l
গ ) বেসরকারি প্রতিষ্ঠান
১স্কুল কলেজের বিষয়ে যে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে তাই নিতে হবে l তবে এক্ষেত্রে ২০ জনের অধিক কর্মচারী হলেই টা বধ্যতামূলক নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকতে হবে l
২ পদ অনুযায়ী ১ম এবং দ্বিতীয় ধাপের কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি নিয়ে অফিসে আসতে পারবে l বাকিদের অবশ্যই অফিসের বাহন ব্যবহার করতে হবে l
৩ ৫০ জনের অধিক কর্মচারী হলে সন্ধ্যাকালীন অফিস সপ্তাহে তিনডান রাখতে হবে ১০০ জনের অধিক হলে প্রতিদিন সন্ধ্যাকালীন অফিস থাকতে হবে l
ঘ ) মার্কেট
মার্কেট অবশ্যই ১ টার পর খুলবে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে l যে সকল মার্কেটের সামনে জ্যাম বেশি হবে তাদের ট্যাক্স ভ্যাট বেশি দিতে হবে l ব্যবসা ভালো করবে নাগরিক সমস্যাও তৈরী করবে তা হবে না l
Note - ১ সর্বোচ্চ ২৫ ফুট রাস্তায় ছাড়া ২৫ ফুট রাস্তার উর্দ্ধে ৩০ ফুট হলেও সকল অযান্ত্রিক যান (রিক্সা) নিষিদ্ধ l দুই গতির যান একসাথে চলতে পারে না l তবে সাইকেল এর আওতায় পরবে না l
২ সকল বাস কোম্পানি অবশ্যই এক কোম্পানির মাধ্যমে চলবে এর বাইরে কোন বাস চলতে দেয়া হবে না l ঢাকার বাইরের বাস ঢাকায় ঢোকা নিষিদ্ধ l কোন বাস ট্যার্মিনাল ট্রাক স্ট্যান্ড ঢাকার ভেতরে রাখা যাবে না l
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০০