আজ অভিশপ্ত ইসরাইল জন্মের কারন একটু ভিন্নভাবে উপস্থাপন করব l আমরা আসলে রোমানরা যেভাবে ইসরাইল জন্মের কারন প্রচার করেছে যেভাবে মিডিয়া দিয়ে প্রচার করেছে সেভাবেই বিশ্বাস করেছি l কিন্তু এর পেছনে রয়েছে অনেকগুলো কারন l
১ অর্থার জেমস বেলফোর ফিলিস্তিন ইহুদিদের দেয়ার ঘোষণা দেয় ২ ফেব্রুয়ারী ১৯১৭ সাল l
২ অটোমান সাম্রাজ্য এর সাথে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে l
৩ ১ম বিশ্বযুদ্ধ জয়ের পর ফিলিস্তিন অটমানদের হাতছাড়া হয় ব্রিটিশরা ১৯১৮ থেকে ১৯৪৮পর্যন্ত ফিলিস্তিন দখলে রাখে l
৪ এরপর নানা প্রেক্ষাপট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ(১৯৪৫) জয়ের পর ১৯৪৮ সালে মিত্র শক্তি বা রোমানরা অভিশপ্ত ইসরাইল জন্ম দেয় l
আমাদের সামনে উইকিপিডিয়া বিভিন্ন মিডিয়া দিয়ে নানা গল্প উপস্থাপন করা হয় l আনবিক বোমা তৈরীর সূত্র বা কৃত্রিম ফসফরাস তৈরির পুরষ্কার হিসেবে ইহুদিদের ফিলিস্তিন দেয়া হয় l মূলত অটমান সাম্রাজ্য ধ্বংস করা, জার্মান এবং তার সহযোগী শক্তির বিরুদ্ধে ইহুদিদের ব্যবহার করাই ছিল মূল লক্ষ্য l ইহুদীরা নিজেদের অনেক ধূর্ত মনে করে অবশ্য তাদের দোষ নেই পুরো বিশ্বের সামনে রোমানরা এভাবেই ইহুদিদের উপস্থাপন করেছে l কিন্তু ইহুদীরা বা বেশিরভাগ ইহুদীরা জানে না বা বুঝতেই পারে না ওদের চেয়ে বহু বহু গুন ধূর্ত রোমানরা l
রোমানরা সভ্যতার শুরু থেকে প্রতিটি জনপদ পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে খুন লুট দখল হত্যা করেছে আজও করছে তাদের কুট বুদ্ধির কাছে ইহুদীরা তো নশ্যি! ইহুদীরা রোমানদের কুট চালের কাছে শিশুতুল্য আমার বিশ্বাস খোদ শয়তান দিনে পাঁচবার রোমানদের মূর্তি বানিয়ে পূজা দেয় সেখানে ইহুদীরা কি!?
পৃথিবীর ইতিহাসের দিকে একটু আলোকপাত করি l ভেবে দেখুন তো পৃথিবীর সকল যুদ্ধ, ঔপনিবেশিক শাসন, হাঙ্গামা, ভূমি দখল, হত্যা ষড়যন্ত্র কারা করেছে এবং করছে? রোমান জাতি ছাড়া আর কেউ কি সেখানে আছে? এখানে একটু বলে রাখি রোমান জাতি বিষয়ে লেখার শেষে নোট দিবো l কিন্তু পশ্চিমা মিডিয়াতে নানাভাবে ইহুদিদের সকল নাটের গুরু বানিয়ে রেখেছে তারাই সব করছে! তারাই নাকি সকল অশান্তির মূল!
আমার আগের পোস্ট " ইহুদি গিনিপিগ " প্রায় দশ বছর আগে ২০১৪ তে লেখা তখনও সিক্রেট অব জায়নিজম বইটি পড়িনি l এক বন্ধু বলে ভাইয়া বইটা পড়ো ইহুদিদের বিষয়ে সব ওখানে আছে l ওর সাথে বইটি নিয়ে কথা বলে আমার সন্দেহ আরও বাড়ে যে আমার ধারণাটি মনে হয় সত্য এটিও ইহুদিদের নাটের গুরু বানানোর আরেকটি নাটক l কোন সন্দেহ নাই যে বইটিতে ইহুদিদের বিষয়ে হেনরি ফোর্ড যা বলেছে তা সম্পূর্ণ সত্য l এক বিন্দু মিথ্যা সে বলেনি l কিন্তু একটু বেশি বলা আছে পার্থক্য আমার কাছে তাই মনে হয়েছে l
পৃথিবীর ইতিহাসে একটি জাতিগত যুদ্ধও ইহুদীরা শুরু করেনি (ফিলিস্তিন-ইসরাইল জাতিগত যুদ্ধ না আরব সম্পদ লুট করার রোমান পরিকল্পনার একটি ক্ষুদ্র অংশ ধর্ম এখানে মূল কারন না l ) কিছু বিদ্রোহের ইতিহাস আছে যার প্রায় সবগুলোতে ইহুদীরা পরাজিত এবং পরে দাসে পরিণত হয়েছে l অর্থাৎ ইহুদিদের যুদ্ধের ইতিহাস নাই l ইহুদীরা কোন অঞ্চল বা রাষ্ট্র দখল করেনি বা করতে পারেনি ( আবার বলছি ফিলিস্তিন দখল করেছে ব্রিটিশরা বা রোমানরা আজও তাদের দখলে আছে ইহুদীরা দাস মাত্র ) l ধরি যদি ফিলিস্তিন ইহুদীরা দখল করেছে এ ছাড়া তাদের আর কোন অঞ্চল দখলের ইতিহাস নাই l কারন ফোর্ড সাহেবের বইতে উল্লেখ আছে ইহুদীরা অলস জাতি এরা কায়িক পরিশ্রম জমের মত ভয় পায় পরিশ্রম এদের কাছে জমের নাম l এ ধরনের জাতি যুদ্ধ করবে ভাবাই যুক্তিহীন l কিন্তু এরা একটি বিষয়ে পাকা প্রতারণা এই এক জায়গায় তারা অনন্য অসাধারণ ফোর্ড সাহেব অবশ্য এটিকে বলছেন ব্যবসার বুদ্ধি l ফটকা করবারে ইহুদিদের মেধা প্রশ্নতীতভাবে অদ্বিতীয় l
ইতিহাসে বহু ইহুদি ব্যবসায়ী, বিজ্ঞানী, চিন্তাবিদ, অর্থনীতিবিদ আছে কিন্তু একজন ইহুদি নেতা ইহুদি যোদ্ধা ইহুদি বীর এর নাম ইতিহাসে খুঁজে পাওয়া যায় না l
ফোর্ড সাহেবের বইতে ইহুদিদের ব্যবসার অসাধারণ দক্ষতার মধ্যে একটি যেখানেই যুদ্ধ শুরু হয় সেখানেই ইহুদীরা বিনিয়োগ করে কিন্তু যুদ্ধ শুরু করে কারা কেন সেই কারন ব্যাখ্যা তিনি করেনি l সুদ ব্যবসা ব্যাঙ্কিং ব্যবসা সব ইহুদীরা করে আর রোমানরা শুধু বেকুবের মত দেখে আর মাথা নারে!!
ফোর্ড সাহেবের কথায় মনে হয় ক্যাপিটালিসমের সকল পাপ ইহুদিদের l পুঁজিবাদের জন্মদাতা ইহুদীরা তাই সব পাপ ওদের রোমানরা এসব বুঝেই না! যদিও ইহুদিদের পাপ কম নয়! কারন ইহুদিদের এসব মতবাদ নিয়ে রোমানরা তা আরও পরিশিলিত করে ব্যবহার করে l পুঁজিবাদ রোমানদের তৈরী অভিশাপ ইহুদীরা এর ক্ষুদ্র একটা অংশ মাত্র l ফিলিস্তিন ইহুদিদের দিয়ে দখল করে রেখেছে রোমানরা কিন্তু বিশ্ব ভাবে ইহুদিদের কাজ! ঠিক তেমনি পুঁজিবাদ দিয়ে সারা দুনিয়ার অর্থনীতি দখল করে রেখেছে রোমানরা কিন্তু মুখে বলে মুক্ত অর্থনীতির কথা l
দাজ্জাল আমরা জানি আসেনি কিন্তু দাজ্জালের জন্ম হয়েছে বহু আগেই তার নাম ডলার l এক চোখে দাজ্জাল তেমনি ডলার দেখুন সেখানেও আছে এক চোখ l দাজ্জালের এক পাশে নরক আরেক পাশে স্বর্গ থাকবে কিন্তু আসলে সেই নরক স্বর্গ আর স্বর্গ হবে নরক l ঠিক তেমনি ডলার ঋণ নিলে তা অর্থনীতির জন্য ভালো বা স্বর্গ মনে হলেও আসলে ঋণের জালে পরে তা হয়ে যায় নরক l ডলার থেকে বের হওয়ার পথ এখনও বিশ্ব বের করতে পারেনি l দাজ্জাল প্রতি ঘরে ঘরে জনপদে যাবে ডলার সকল ঘরে ঘরে আছে অর্থনীতির দেবতা মনে করা হয় ডলার!! ফোর্ড সাহেবের বইতে ডলারের কারসাজি নিয়ে আরও ভালোভাবে ব্যাখ্যা করা আছে l যদিও এখন পৃথিবীর বহু দেশ ডলার থেকে বের হওয়ার পথ খুঁজছে সবাই এখন ডলার থেকে মুক্তি চায় l
ইহুদিদের তুলসী পাতা মনে করার কিছু নাই l কিন্তু আপনি যখন রোগের মূল কারন বের করতে না পারবেন রোগ সারাতে ভুল ওষুধ প্রয়োগ করবেন স্বাভাবিক সাময়িক সুস্থ হলেও সেই ভয়ঙ্কর রোগ দেহেই থাকবে ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দিবে l মানবজাতির সমস্যার মূল হচ্ছে রোমান জাতি l রোমানরা মানব সভ্যতার ভাইরাস আর এই ভাইরাসের অনেকগুলো লক্ষ্যনের মধ্যে একটি ইহুদি জাতি, পুঁজিবাদ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক মতবাদ l মূলত এরা জাতির মধ্যে নানা ভাবে নানা মতে বিভাজন তৈরী করবে, অস্থিরতা তৈরী করবে আবার এরাই ত্রাতার ভূমিকা নিয়ে ঋণ, সামরিক, কূটনৈতিক,রাজনৈতিক দেশি আন্তর্জাতিকভাবে সহায়তা করবে ভাব এমন আপনাকে স্বর্গে নিয়ে যাবে কিন্তু আসলে অক্টপাশের মত ঘিরে ধরলো এরপর ধীরে ধীরে জাতির সকল শক্তি সম্পদ শুষে নিবে l
শত্রুকে চিনতে ভুল করলে ধ্বংস অনিবার্য রোগ চিনতে ভুল করলে মৃত্যু অনিবার্য l রোমানরা নানাভাবে নিজেদের সামনে আড়াল তৈরী করে রেখেছে পর্দা তৈরী করে রেখেছে এর মধ্যে অন্যতম পুঁজিবাদ, বিভিন্ন রাজনৈতিক মতবাদ, ইহুদি জাতি, আমেরিকান জাতি (সাদা মার্কিনি বা ইউরোপিয়ান )l যখন যেই পর্দা সরে যাবে নতুন পর্দা দিয়ে নিজেকে ঢেকে রাখবে এটাই শয়তানের কৌশল l
মানবতার শত্রু মানব সভ্যতার শত্রু রোমানরা l পৃথিবীর ঔপনিবেশিক ইতিহাসের প্রতি ঘটনায় রোমান জাতি জড়িত, প্রতিটি আঞ্চলিক যুদ্ধে রোমানরা জড়িত, সমাজের প্রতিটি অসভ্য নোংরা সংস্কৃতি রোমানদের তৈরী, পৃথিবীর প্রতিটি দেশের রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ বিগ্রহ রোমানদের তৈরী l এটার জন্য রকেট সাইন্স লাগে না শুধু ইতিহাস পড়লেই জানা যায় l
নোট : রোমান জাতি - মূলত ইউরোপিয়ান জাতিই রোমান জাতি আরও সুনির্দিষ্টিভাবে বলা যায় সাদা মানেই রোমান জাতি l
নিগ্রোদের একটি প্রবাদ আছে - সাদারা ঈশ্বরের বিষ্ঠা থেকে তৈরী ‼️ কথাটা অসত্য না l
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৬