যাই হোক এই উন্নয়নশীল দেশ হওয়ার পথের কিছু পেছনের স্মৃতি দেখে নেই,
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে পূর্ণ উন্নয়নশীল দেশ হওয়ার পথে বাংলাদেশ। ২০২৬ সালে এ উত্তরণ ঘটবে বাংলাদেশের। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) গতকাল রাতে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সুপারিশ প্রাপ্ত হলো।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোন দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায় ৷ বাংলাদেশ সেই শর্ত পূরণ করে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়৷স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও ঋণে যেসব সুযোগ-সুবিধা পেয়েছে, প্রস্তুতিমূলক সময়েও তা অব্যাহত থাকবে৷
১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে৷ সিডিপির তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে৷ উন্নয়নশীল দেশ হতে মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার৷
আমি যতদূর জানি জাতিসংঘ শেখ হাসিনার বাপের সংগঠন না l দেশের অর্থনীতি ধ্বংস, ব্যাঙ্ক টাকা লুট, দেশের সকল অর্থ পাচার হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার শেখ হাসিনা সরকার পাচার করে দিয়েছে, দুর্নীতির কোন সীমা পরিসীমা নাই এসকল কিছুর পরে একটি দেশ কিভাবে উন্নয়নশীল দেশের তকমা পায় তা আমি বুঝি না!! যেসকল বুদ্ধিজীবী সুশীলরা এসব বলে তাদের জ্ঞানের সীমাও নাই l তাহলে জাতিসংঘ কি একটি বলদ প্রতিষ্ঠান তারা এসে শেখ হাসিনাকে বলেছে আপনি কি উন্নয়নশীল দেশ শেখ হাসিনা তাদের কোলে বসিয়ে বলেছে হ্যা আর তারা রই রই করে স্বীকৃতি দিয়ে দিবে বিষয়টি এমন হওয়ার কোন যুক্তিও নাই l তাহলে কিভাবে একটি দেশ উন্নয়নশীল দেশ হয় ❓ সবার কাছে এই প্রশ্ন রইলো l
হয়ত ১০ তারিখে এই স্বীকৃতি নিয়ে এসে অনেকে বগল বাজাবে l বলবে দেখো মাত্র এক মাসেই আমরা তোমাদের উন্নয়নশীল দেশের স্বীকৃতি এনে দিয়েছি ⁉️ কিন্তু সত্য এটাই এই স্বীকৃতি শেখ হাসিনার সরকারের অবদান l তবে এটা শেষ না চূড়ান্ত স্বীকৃতি মিলবে ২০২৬ সালে দেখা যাক এরা দুই বছরে দেশকে কোথায় নিয়ে যায় ‼️মনে রাখতে হবে সীমাহীন দুর্নীতি সীমাহীন অর্থ পাচারের পরও শেখ হাসিনা সরকার দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গিয়েছিলো l
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬