৫ ই আগস্ট সরকার পতনের পর আজ ২৩ আগস্ট ১৮ দিনের অন্তরবর্তী সরকার l এখনও দেশের উন্নয়নের কোন রোড ম্যাপ আমরা পাইনি l এই ১৮ দিনে একজন উপদেষ্টা উন্নয়নের একটি কথাও বলেনি প্রধান উপদেষ্টা আবার ব্যাঙ্কক গেছেন বন্যা বিদ্ধস্ত দেশ রেখে l ভালো উন্নয়ন বেশ জোরে সোরে হবে মনে হয় l
মুজিবের মূর্তি আর বাড়ি ভাঙ্গায় যত ততপর তার সিকি ভাগ দেশের উন্নয়নের বিষয়ে আগ্রহ দেখা যাচ্ছে না l যাই হোক আপনাদের মুজিবের জাত গুষ্টি উদ্ধার শেষ হলে দয়া করে উন্নয়নের রোড ম্যাপ দিন l আসার পর একটি ইট কোন উপদেষ্টা গাথেনি বদলি বরখাস্ত কমিটি বাতিল এইসব চলছে l এখন আবার বন্যা নিয়ে ভারত বিদ্বেষ চলছে অনেক উপদেষ্টা সস্তা জনপ্রিয়তা নিতে ভারতের কাছে জবাব চাচ্ছে কেউ কেউ হুমকি দিচ্ছে!! যদিও বন্যায় ভারতের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংশ হয়ে গেছে যাই হোক এটা তাদের মাথা ব্যথা l
আশা করবো অতি দ্রুত উন্নয়নের রোড ম্যাপ দেয়া হবে লাইসেন্স কিন্তু একদিনেরও নাই l বিপ্লব প্রতিবিপ্লব প্রতিদিন সকালে একবার হতে পারে এটা বাংলাদেশ আর বাঙালির অভ্যাস কিন্তু খুব খারাপ এক হাত গলায় এক হাত পায়ে থাকে সুতরাং সাবধান!! কাপড় পাল্টানোর মত ক্ষমতার পালা বদল হতেই পারে!! কারো পায়ের নিচেই মাটি নাই আছে বন্যার পানি l পেটে ভাত না থাকলে কিন্তু এখন জনতা আবার বিভিন্ন ভবনে ঢুকে পরবে l তবে এটাও বলে রাখি আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইস্তেহার কিন্তু অনেকের কাছেই আছে দিন শেষে সেটাই কষ্টি পাথর হতে পারে l উপদেষ্টাদের বলবো সংগ্রহে রাখবেন কাজে লাগবে l দ্রুত উন্নয়নের রোড ম্যাপ দিন l
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৮