ঢাকা-আরিচা মহাসড়ক ঘেষা নয়নাভিরাম ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা প্রতিনিয়ত অচেনা পথচারীকে অবলোকন করার দাগ কাটে ।পিচঢালা রাস্তার দু ধারে অপরুপ উদ্ভিদসাজি আর মাঝে মাঝে গজিয়ে উঠা বিশাল ইমারত বিশ্ববিদ্যালয়কে যেন নববধুর সাজে মেলে ধরেছে।অনাবিল পাক-পাকালি,গাছ-গাছালি,বহমান লেক কিংবা প্রজাপতিরা যেন হরতাল ডেকেছে নিজের শ্রেষ্টত্ব প্রমান করার জন্য ।
প্রথমে মূল যেন চোখধাধানো বৈ আর কি !!!
এছাড়াও প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহ্সড়ক-----
মুল গেইটের ডান দিকে জাবির কেন্দ্রীয় মসজিদ..
আর একটু সামনে এগিয়ে দেখা মিলে জহির রাইহান অডিটরিয়াম এর--
একে বারে মাঝখানে দেশের উচু শহীদ মিনার---
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/sharifbangladesh/07-2014/sharifbangladesh_85217922453ca90b38e3e54.72946061_tiny.jpg
তাছাড়া তো দর্শক নন্দিত লেক সমাচার----
ইতিখ্যাত সেলিম আল দ্বীন মুক্ত আসর ও ছায়া আসর----
আরও যেসকল ছবি জাবিকে সাংস্কুতিক রাজধানীতে পরিনত করেছে--