ইচ্ছে করে রোদ হয়ে যাই,তোমার ভেজা চুল শোকাতে।
কিংবা হই শ্রাবণ ধারা,তোমার চোখের জল লোকাতে।
ইচ্ছে করে ফুল হয়ে যাই,তোমায় সুবাস বিলিয়ে দিতে।
কিংবা হই প্রজাপতি,তোমার দুঃখ উড়িয়ে নিতে।
ইচ্ছে করে চাঁদ হয়ে যাই,তোমার ঘরে জোছনা দিতে।
কিংবা হই জোনাক পোকা,তোমার একটু স্পর্শ পেতে।
ইচ্ছে করে ঝড় হয়ে যাই,তোমার কাছে ছুটে যেতে।
কিংবা হই ভোরের বাতাস অকারণে ছুঁয়ে দিতে।