প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি শিরনামের জন্য।দয়া করে পুরোটা না পড়ে কেউ রাগ হবেননাএটা একটা ফান পোষ্ট।আমি শুধু প্রশ্ন কোরছি বলতে পারেন।সত্যি ই কি মেয়েরা এমন বা ছেলেরা এমন?
খেলা:-
ছেলেরা বন্দুক দিয়ে খেলা শুরু করে আর ক্রিকেট দিয়ে শেষ।
মেয়েরা পুতুল দিয়ে খেলা শুরু করে আর সংসার কে খেলা ঘর বানিয়ে শেষ।
লেখাপড়া:-
ছেলেরা প্রাম পত্র লেখার জন্য তারাতারি লেখা শেখে।
মেয়েরা তা পড়ার জন্য তারাতারি পড়া শেখে।
বন্ধুত্ব:-
ছেলেরা বন্ধুত্ব দিয়ে প্রেম শুরু করে।
মেয়েরা বন্ধুত্ব দিয়ে প্রেম শেষ করে।
ভালবাসার প্রমান :-
মেয়েদের কাছে ভালবাসার প্রমান হিরার নেকলেস।
ছেলেদের কাছে ভালবাসার প্রমান লিটনের ফ্ল্যট।(!)।
আশ্রয়:-
প্রেমে ব্যার্থ হলে ছেলেদের আশ্রয় সিগারেট।
প্রেমে ব্যার্থ হলে মেয়েদের আশ্রয় মাথার বালিশ।(আদৌ যদি
ব্যার্থ হয়):#
সঙ্গী:-
ছেলেদের কাছে বউ মানে ডাল ভাত।(পাশের বাড়ির ভাবি বিরানি)।
মেয়েদের কাছে বর মানে সন্দেহ জনক ব্যক্তি।(পি এ র সাথে কি করছে)
সবাই যে একই তা নয়।তবে বেশির ভাগই মনে হয় এমন।না কি আমিই ভূল?
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৫