প্রথমেই বলে নিই-বাংলা ছায়াছবির প্রতি যাদের নাক সিঁটকানো ভাব আছে তাদের জন্য এই পোস্ট নয়।
শিলার যৌবন আর মুন্নির বদনামের স্রোতে বাংলা গানের প্রতি এখনকার প্রজন্মের আগ্রহ খুব একটা দেখা যায়না। আর তার উপর যদি বাংলা সিনেমার গানের কথা উঠে, তাহলে তো কথাই নেই। তবু পুরনো দিনের বাংলা ছবির এমন কিছু গান আছে যা এখনো এভারগ্রীন। হারানো দিনের সেই গানের কথা আর আবেগের বহিঃপ্রকাশ এখনকার বাংলা গানে খুব একটা দেখা যায়না।
ক'দিন আগে বাসে চড়ে অফিসে যাচ্ছিলাম। বাস জ্যামে পড়লে রাস্তার পাশের দোকান থেকে একটা গান শুনলাম-অবশ্যই হালের বাংলা ছবির গান। গানের কথাগুলো ছিল এই রকম: আমারে একটু চুলকাইয়া দে
চুলগুলি একটু টাইনা দে...
এই যদি হয় বাংলা সিনেমার গানের অবস্থ, তাহলে তো আর নতুন প্রজন্মের দোষ দিয়ে লাভ নেই। তবু আশার কথা হচ্ছে, সঙ্গীত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা এখন সিনেমার গান কম্পোজিশন করছে-নিশ্চই আবারো ভাল গান আসবে বাংলা সিনেমায়, এই আশা আমরা করতে পারি।
যাই হোক-কথা না বাড়িয়ে এখন বেশকিছু পুরনো বাংলা সিনেমার গানের লিংক দেব-আশা করছি আপনাদের ভাল লাগবে...
(সবগুলো গান অরিজিনাল কম্পোজিশনের-রিমেক নয়)
1 আমার গরুর গাড়িতে
2 আজ দেখা
3 আমি জানিনা কত জল আছে সাগরে
4 আমার যমুনার জল দেখতে কালো
5 আগুনেরন দিন শেষ হবে একদিন
6 আকাশেতে লক্ষ তারা
7 আমার বুকের ম্যধখানে
8 আমার হৃদয় একটা আয়না
9 আমার এই জগতে তুই ছাড়া কে আছো .
10 আমার অন্তবে তুমি
11 আমার নিঃশ্বাস বলো বিশ্বাস বলো
12 আমার প্রেমের তাজমহল
13 আমার স্বপ্নে দেখা রাজকন্যা
14 আমার সারাদেহ
15 আমি যে তোমার কে
16 আমি ছিলাম একা
17 আমি তোমাকে কতটা চাই
18 আমি তোমাকেই, তোমাকেই শুধু চাই
19 আমি তোমার মনের মত
20 আমি রজনীগন্ধ্যা ফুলের মত
21 অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
22 অনেক সাধের ময়না
23 আরো আগে কেন তুমি এলেনা (আইয়ুব বাচ্চু)
24 আসসালামু-আলাইকুম বিয়াইন সাব
25 ভালোবাসা
26 বলোনা
27 ও কোকিলা তোরে শুধাই
28 বাপের চোখের মনি
29 ভালোবেসে গেলাম শুধু
30 বিদায় শেষ বিদায়, চির বিদায়
31 বধু বেশে কন্যা যখন এলোরে
32 বুক ভরা ভালোবাসা
33 চঞ্চল মেঘ
34 ছায়া হয়ে
35 চোখের জলে আমি ভেসে চলেছি
36 ছোট্ট একটা জীবন
37 ডাক দিয়াছেন দয়াল আমারে
38 ডাকে পাখি খোলো আঁখি
39 দিনের কথা দিনে ভালো
40 এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
41 এই পথ যদি না শেষ
42 এই বুকে আছে শুধু জ্বালা
43 এই চোখ বলে মন বলে
44 এই জন্ম একবার, মৃত্যু একবার
45 এই মধু বরষাতে
46 একবার যদি কেউ ভালোবাসতো
47 একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি
48 একদিন চলে যাবো
49 একি সোনার আলোয়
50 একটি ভুলো কাঁদে দুটি হৃদয়
51 গানের খাতায় স্বরলিপি লিখে
52 হারজিত চিরদিন খাকবে
53 হাজার মনে কাছে প্রশ্ন রেখে
54 হৃদয়ে লিখেছি নাম
55 জানুক জানুক দেশবাসী
56 যে প্রেম স্বর্গ থেকে এসে
57 জীবন আধারে পেয়েছি তোমারে
58 জীবনের গল্প আছে বাকি অল্প
59 কিছু কিছু মানুষ
60 কারার ঐ লৌহকপাট (কোরাস)
61 কারো আপন হতে
62 কি কথা লুকাবে
63 কিছূ কিছু মানুষের জীবেন ভালবাসা চাওয়াটাই ভুল
64 কিছু প্রেম আর খিছু
65 লাখো জনমে তোমাকে আমি চাই
66 লোকে বলে সুন্দরী আমি নাকি সুন্দরী
67 মানুষতো খেলনা নয়
68 মন যদি ভেংগে যায় যাক
69 মৌসুমি
70 না না প্রেম কখনো করবোনা
71 একদিন স্বপ্নের দিন
72 ও প্রাণ সজনী
73 ঐ দুটি ছো্ট্ট হাতে
74 ও প্রিয়া ভুল বুঝে যাবে কোথায়
75 ও সাথি আমার তুমি কেন
76 ওগো বিদেশিনী
77 অনন্ত প্রেম তুমি দাও আমাকে (আইয়ুব বাচ্চু)
78 অনন্ত সুখে ভরা এই জীবন
79 ওরে পরদেশী
80 অশ্রু দিয়ে লেখা এ নাম
81 পারে না
82 প্রেমের ঝড়
83 পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
84 প্রেমের চাদরে আদরে আদরে
85 প্রেমের মোবাইল ফোনে কথা হয় মনে মনে
86 প্রেমের ধারকান ধীরে ধীরে
87 প্রেমি ও প্রেমী
88 পৃথিবীতে তুমি ছাড়া কে আমার আপন জন
89 প্রিয়ারে ও প্রিয়া
90 প্রথম প্রেমের পরশ দিলে
91 রসিলি মনটা আমার
92 রূপের জালে পড়তে হবে
93 সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে
94 সবাই তো
95 সন্ধ্যার ছায়া নামে
96 শোন মেয়ে দেখো চেয়ে
97 স্বপ্নেও ভবিনি তুমি এত রূপসী
98 শুধু গান গেয়ে পরিচয়
99 সজনী
100 তোমাকে চাই শুধু তোমাকে চাই
101 তোমার কাছে পয়সা
102 তুমি আমার মনে মানুষ
103 তুমি চাঁদের জ্যোছনা নও
104 তুমি আমার চির সাথী
105 তুমি এসেছিলে পরশূ
106 তুমি যে আমার
107 আমার মনের অংগনে
108 গানের ভেতর ভরা জোয়ার
109 সাগরের মতই গভীর
110 সেই মেয়েটি
111 তোমায় নিয়ে বাঁধবো
112 তুমি আছো মনে
এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কনক চাঁপা, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, পাপিয়া সারোয়ার, আগুন প্রমুখ গুণী শিল্পীর গাওয়া অরিজিনাল ১১২ টি গান পাবেন: এই খানে
বাংলা সিনেমার প্রায় ২০০ গান নিয়ে আরেকটি মেগা পোস্ট
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ ভোর ৪:০৫