কি করি অন্ধকারে
দেয়ালের দাগ, অস্ফূট বেদনা রাশি
ঘুম থেকে উঠবোনা বলে হাসি
বাঁকানো চোখ
ঈষৎ কংকাল’
নীল গাইয়ের ছাল, মরা ডাল
পচেপচে যে সুবাস
মিরপুরে নান্নু মার্কেটে
প্যান্ট ছোট করতে এসে জানলাম
মনটাই ছোট হয়ে গেছে
তাই বেলবটম বানিয়ে
গাঁজায় ফুঁক দিতে দিতে
আমি ছ্যাড়ছ্যাড় করে যে মুতছি
উন্নয়নবৃক্ষের নীচে
আর পোষ্টার পড়ছি
আর ঈর্ষা করছি হিরো আলমেরে
মামুনুর রশীদেরে
সেইসব অতি-পুরুষের আখড়ায়
তুমি এসে সাঁৎ করে চুমু খেলেই
আবার জীবন পাই
মনে হয়
তুমি সেই বিশাল মহাকাশসম নারী
যার দিকে তাকিয়ে আমি ছোটবেলা থেকে ঘুম থেকে উঠছি
তুমি না থাকলে আমার ঘুম থেকে ওঠার কোন কারণই কখনো ছিল না
তুমি সেই অন্ধকার যার কোলে মাথা দিয়ে রেখেছি এইসব সচেতন কাল
আর প্রার্থনা করেছি, গ্রাস করো
ভাল্লাগেনা আমার এইসব পুনরাবৃত্ত কোলাহল
আর তুমি স্মিত হেসেছো
প্রিয় অন্ধকার, মা আমার গ্রাস করো
এইসব সীমিত সসীম আমার নয়
শরৎ চৌধুরী, ৬ই মে, ২০২৩ ঢাকা।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৩ সকাল ১১:৫৫