লোকে আমাকে জিজ্গেস করে লেখকেরা কীভাবে এত রোমান্টিক সুন্দর বিষয় লেখে। আমি বলি এর তিনটা কারণ আছে,
যেহেতু তারা জ্ঞানী তারা জেনে গেছে..
১. আসলে প্রেম ভালোবাসা বলে কোন জিনিস নেই, সবই অর্থনীতির আড়াল।
২. যেহেতু নেই সেহেতু সেটার প্রতি আগ্রহও বেশি। হয়ত লেখকদেরও বেশি তাই তারা সেই কল্পজগৎ, ক্ষণস্থায়ী জগৎ তৈরি করে নিজেরা শান্তি পায়, খ্যাতি, অর্থনীতি এবং যৌনতার আশা করে।
৩. সংখ্যায় খুব কম হলেও একটা সুন্দর, বিশ্বাসের জগৎ তারা তৈরি করতে চায়।
আর তখনি প্রশ্ন আসে, তাহলে পাঠকেরা কি করবে?
আমি বলি:
১. লেখকের মৃত্যু ঘটাবে। নিজের মত করে গল্প পড়বে/ বানাবে।
২. তারা নিজেরাই জ্ঞানী হয়ে ওঠার চেষ্টা করবে।
৩. তারা নিজেরা ভালো ক্রেতা হবে, কেননা লেখা পরিশ্রমের বিষয়। সেখানে আদান-প্রদান না থাকলে পুরোটাই ব্যর্থ।
মানুষ কৌতুহলী, তারা আরো বলে, এই জ্ঞান আপনি কীভাবে পেলেন?
আমি বলি, উত্তরটা খুব সহজ।
আমার প্রেমিকা আমাকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে গিয়েছিলেন। লোকেদের চোখ বড় বড় হয়ে ওঠে, বিষ্ময়ে বলে,
বলেন কি?
আমি বলি বিষ্ময়ের কিছু নেই। দোষটা আমারই। আমি বোকা পাঠক ছিলাম।
এখন আমি এই গল্প সুন্দর করে লিখে টাকা/খ্যাতি উপার্জন করতে পারলেই পরিপূর্ণ শান্তি পাবো। লোকেরা আরো বলে ওঠে, আপনি কি প্রতিশোধ-পরায়ণ?
আমি বলি, উহু ভুল। প্রতিশোধের মত নন প্রফিট ভেঞ্চারে আমি ইনভেস্ট করি না। আমি সৌভাগ্যবান, আমি শিখতে পেরেছি, আর তাই নিজেকে আমি সম্মান করি।
লোকেরা বলে, তাহলে তো ভাই ভুল করলেন, এই যে ফেইসবুকে/ব্লগে সব কথা বলে ফেললেন। কোন পয়সা তো নিলেন না।
আমি বলি, ম্যাজিকের সবে তো শুরু। গল্প কি একটাই নাকি?