--পদ্ম
কোন এক ঝড়ো সন্ধ্যায় জড়িয়ে ধরে বরুনা বললো,
“নাও ধর, যেদিন আমাকে তুমি ভালবাসবে
সেদিন এই সাপটাও ফুল হয়ে আমার কথা কবে”
বরুণা বললো, বিশ্বাস কর, সাপটা একটুও কামড়াবে না,
সাপটা বড় হবে, ফণা তোলবে,
সাপে সাপে খেলা হবে,
কিন্তু কামড় দিবে না।
কোন এক লক্ষী পুর্ণিমার রাতে
পূজার প্রতিমার সামনে দাড়িয়ে মা বলেছিলেন,
“বাবা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর”
বরুনার ক্ষেত্রে আমি মায়ের কথাটা অক্ষরে অক্ষরে পালন করলাম।
আমি তর্কে যাইনি,
আমি বিশ্বাস করলাম,
বরুনার হাতে রাখলাম হাত,
যাত্রা শুরু করলাম সর্পিল পথে।
আমি হাটি, সাপ হাটে,
আমি ঘুমালেও সাপটা হাটে,
থেমে থাকেনি কখনো।
গতি ছিল তার, কখনো মন্থর, কখনো দূর্বার,
নিয়ে নিলো দখল যা ছিল আমার
অতুল অনন্ত অপার।
বর্ণীল আগ্রহে শুরু হল অনিমেষ ভালবাসার শ্লোগান
আজ সাপের গায়ে আমার গায়ের সুতীব্র গন্ধ।
বরুনা, সাপটা একেবারেই কামড়ায়নি…ঠিক যেমনটি তুমি বলেছিলে…।
অতঃপর, কোন এক অমাবস্যা রাতে যখন ফুলের প্রত্যাশায় আমি উজ্জীবিত
ঠিক তখনি--
দিয়েছে ছোবল আমার এতদিনের পোষা কাল নাগিণী।
বরুনা, কোথায় সে ফুল? কোথায় তুমি???
সাপের ছোবলে করলে নীলাভ আমার ভালবাসার পুণ্যভুমি !!!!
বরুনা? তবে তোমাকে ভালবাসাই কি আমার হলো পাপ?
নয়তো কেন ভালবাসাকে বানালে বিষাক্ত কাল সাপ?
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৩