শুনলাম ১০ বছর অপেক্ষার পর, স্বামীকে মৃত ভেবে ব্রিগ্রেডিয়ার আজমী'র স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন !!!
আহ্ মিঃ আজমী !! কি এক করুন-বিহ্বল আর নির্মমতাপূর্ণ তার জীবন !!!
"আয়না ঘর" থেকে ব্রিগ্রেডিয়ার আজমী'র জীবিত ফেরত আসার পর; তার সাবেক স্ত্রী'র মানসিক অবস্থা-ই বা এখন কেমন !!??
এ পরিস্থিতে হয়তোবা উভয়ই ভাবছেন, তারা কেন বেঁচে আছেন !!! চরম মানসিক পীড়ন নিয়েই তাদের আয়ুষ্কাল শেষ হবে।
আজমী'র মতো গুম হয়ে যাওয়া মানুষগুলো যদি একে একে ফেরৎ আসতো; কি হতো তাদের মানসিক অবস্থা !!!???
শুধু এই বিবেচনায়; আজমী একজন দেশদ্রোহী রাজাকারের সন্তান; তারপরও কী এমন তিনি এমন আচরন প্রাপ্য !!!???
অতীতকে যারা ভুলে যেতে বলে, তাদের পক্ষে কী আবার শিশু হয়ে জন্ম নেয়া সম্ভব !!??
গুম হয়ে যাওয়া মানুষগুলো 'ডেথ সার্টিফিকেট' পায় কী ??!! কে সার্টিফিকেট লিখে ?? তাতে মৃত্যুর কারন কী লেখা হয় !!? তা দিয়ে কী অাইনগত সব কাজ করা যায় !!??
★
"রাজনীতি" আর "অবিচার" এর বুকে লাথি মারি; একে দেই "পদচিহ্ন"!!
১০/১৫/২০/২৫ বছর পরও, কোনও এক ন্যায়পরায়ন শাসকের বিচারের অপেক্ষায় প্রহর গুনে হারিয়ে যাওয়া মানুষগুলোর স্বজনেরা !!! স্বজন ফিরে না পাক; বিচার যেন পায়।।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮