তুমি নও আমি-ই স্বাধীনতা
----------------------------------------
তোমার পায়ের তলায়
আমার ভাইয়ের রক্ত মাখা লাল সূর্য,
বাম হাতে উঁচু করে বিজয় নিশান,
আমি ভদ্র আমি শৃঙ্খল আমি সভ্য
তাই তোমার 'পা' দেখি না,
হাতেই আমার ভক্তি
তবে কি তুমি ভাবো আমি অন্ধ,
সেটাই তোমার শক্তি।
তোমার এক হাতে লন্ঠন,
অন্য হাতে লুন্ঠন,
পাশে বসে লক্ষ ভাইয়ের রক্তে স্নান করে
মায়ের বক্ষে নৃত্য করা নর্তক,
তোমার-ই স্বার্থে বানাও তাদের মহা জ্ঞানী
ধর্ম যাদের পুঁজি,ইসলামকে বানিয়েছে রুজি,
আবার তুমিই বল, তুমি রক্ষক, তুমিই স্বাধীনতা
আমার-ই নিরবতায় তুমিই ভক্ষক, তুমিই দ্রোহিতা।
আমার যুদ্ধ আমার স্বাধীনতা আমার ধর্ম
করিনাইত বিক্রি আমি,
বুঝেছি মায়ার খোলসে কিবা তোমার কর্ম।
সময়ের তরে আসিবে সব বুঝিবে সবাই
কেবা তুমি কিবা তোমার স্বভাব।
........................... সামস রবি....
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ১২:০১