স্পারসো - নামটা শুনেই কেমন ভাল লেগে গিয়েছিল। অবশ্য তখনো বুঝিনাই তারা মহাকাশ নিয়ে কি গবেষনা করে , এখনো জানিনা, এমনকি তাদের ওয়েব সাইটে/ফেসবুক পেজে গিয়ে আপনি বুঝবেন ও না এটা আসলে কিসের ওয়েবসাইট-পেজ । জাতি হিসেবে মহাকাশ নিয়ে আমাদের কোন কালেক্টিভ স্বপ্ন আছে কিনা সেটা যেমন জানিনা, তেমনি এই বিলাশিতা আমাদের করার উপায় যে নাই সেটা বুঝি । সব কিছু মিলাইয়া স্পারসো তার নিজের মতই ছিল, ঝামেলাবিহীন দিনকাল ।
সব ঝামেলা লাগিয়ে দিল ভারতের সফল চন্দ্রাভিযান !! সুই আর চালুনি থিউরী অনুযায়ী সবার হঠাত মনে পরল আরে আমাদের তো স্পারসো ছিল, একটু খোজ নিয়া দেখি তারা কি করে । কিছুই যখন পাওয়া গেলোনা, তখন সবাইকে বাঁচিয়ে দিতে ফেসে গেলেন স্পারসো প্রধান
আমাদের স্পারসো কিন্তু ধান চাষ , আকাশের মেঘ এইসব নিয়েও কাজ করে । সেই হিসেবে কৃষিবিদ হিসেবে তিনি পার পেয়ে গেলেও যেতে পারতেন । পরে জানলাম তিনি তার আগে পর্যটন কর্পোরেশন ও চালিয়ে এসেছেন
এমন করিতকর্মা লোকেই আসলে এদেশ ভরপুর । লোকজনের হতাশা কেন বুঝলামনা । তিনি পর্যটন ব্যবস্হার যেমন কোন উন্নয়ন করেছেন বলে শুনিনাই, এখানেও তাই হবে এ আর নতুন কি । এই দেশে প্রথমত সবাই সব কিছু পারে, দ্বিতিয়ত আরেকটা ধারনা আছে জায়গায় বসায় দিলে মানুষ সব কিছু ম্যানেজ করে নিতে পারে ! এবং সবচেয়ে ভয়ংকর যে ধারনা আছে সেটা হল সুযোগ্য লোক চেয়ারে থাকলে আসলে কাজ হয়না , কারন তিনি সবকিছুতেই বাগড়া দেন, ভুল করেন । যেনতেন ভাবে যেকোন কাজ শেষ করার আমাদের জাতিগত যে মানসিকতা সেখানে যোগ্যলোক আসলেই অচল। রাজউক কিংবা সিটি কর্পোরেশনে চিন্তা করুন, যোগ্য লোক যদি থাকত , পদে পদে যদি তারা আকাজ গুলা ধরা শুরু করত তাহলে দেশের কি হত !!! সব উন্নয়ন ভেস্তে যেত । স্বাস্থ্য সচিব যদি আইসিইউর প্রয়োজনীয়তা বুঝা শুরু করেন, নিয়মিত হাসপাতাল গুলা ভিজিট করে অসংগতি দূর করার কাজ শুরু করেন, কিংবা ...........সব জায়গায় দেখা যাবে ভজঘট লেগে গেছে ।
চলুকনা যেমন চলছে...........
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৪২