লজ্জা পাওয়ার বিব্রত হবার ক্ষমা চাওয়ার মত কিছু ঘটে নাই । যা ঘটছে এইটাও এমন নতুন কিছু না । এমন বহুত ঘটনাই এই দেশে ঘটে চলেছে , এইটা জাস্ট সচিত্র হওয়াতে একটু বেশী নাড়া দিছে এই আর কি, আলোচিত একটাও কাজের মেয়ে নির্যাতনের বিচারের খবর কি জানা আছে কারো ? এই বিকারগ্রস্ত জনপদ আমার দেশ না এমন বলার ও কিছু নাই । আমাদের দেশ অনেক আগে থেকেই বিকার গ্রস্ত, হয় আপনি জানতেননা না হয় এখন ভাব ধরতেছেন। যেকোন একটা পেপারের গত কয়েক বছরের আর্কাইভ দেখা শুরু করেন।
পশ্চিমের অনেক দেশেই এমন বিকারগ্রস্ত কেউ কেউ গুলি কইরা ১০-১২ জনকে মাইরা ফেলে, তাতে কেউ ঐ বিকারগ্রস্ত জনপদ আমার দেশ না বলে চিল্লাইনা । কারন একটাই আইনের শাসন । পুলিশের যথাযথ পদক্ষেপ ।
আমাদের দেশের আইন আর সেটা বাস্তবায়নের ফাইন কোন খবর কেউ জানে বলে মনে হয়না । মানুষ এমন বিকারগ্রস্ত একদিনে হয় নাই কিংবা অনেক লম্বা সময় ধরে সে আস্তে আস্তে বিকারগ্রস্ত হয়ে গেছে । সেটা শোধরানোর কোন চিকিতসা কেউ হাতে নেয় নাই ।
এইত সপ্তাহ দুয়েক আগে আমার বন্ধুকে গাড়িতে করে তুলে নিয়ে নির্যাতন করে ৭৫ হাজার টাকা আদায় সাথে ল্যাপটপ মোবাইল সব কেড়ে নিল। টাকাত গেলে সাথে ঐ ল্যাপটপের ডাটার ক্ষতিপূরন কে দিবে।এখন ঐ লোকগুলিকে ধরতে পারলে আসলে আমরা কি করতাম ??
বছর কয়েক আগে জানালা দিয়ে আমার মোবাইল নিয়ে চলে গেল, গরমে জানালা খুলে ঘুমাব সে উপায় নাই, ঘুম থেকে উঠেই মাথায় কাজ করছিল কাজটা যে করছে তাকে পেলে ইট দিয়ে দুই হাত থেতলে দিব । বাসায় বেড়াতে আসা এক বন্ধুর ঘড়ি মানিব্যাগ সবই নিয়ে গেল। চোখের সামনে দেখলাম গাড়ির গ্লাস খোলা থাকায় এক মহিলার চেইন নিয়ে দৌড় দিচ্ছে এক তরুন । বছর দুই আগে আমার ল্যাপটপ নিয়ে চলে গেল, আমি এখনও ভাবি চোখের সামনে যদি কোন ল্যাপটপ চোর ধরতে পারি পিটাইয়া কাবাব বানাইয়া ফেলব, কারন ক্ষতিটা আমার হইছে আমি জানি । এর কিছুদিন পর এক কিশোর ল্যাপটপ চোরকে মানুষ ধরল, পিটাইলো, পরে সিকিউরিটির লোকজন তারে নিয়ে গেল। উল্লেখ্য ল্যাপটপ চুরি ঐ এলাকায় এখনও বন্ধ হয় নাই ।
বিদেশ থেকে আসার পর দেখলেন ঢাকা এয়ারপোর্টে ব্যাগ পাবার পর সেটার চেইন খোলা, শখ করে আনা গিফট একটাও নাই, তখন আপনার ইচ্ছাটা কি হবে ?? পাশে দাঁরানো কলিগ যখন তার চেইন খোলা ব্যাগ হাতে পেল, তখন ঐ ঘটনার নায়ককে পেলে কি করতাম বলেনত ? পুরা এয়ারপোর্ট জুড়ে এত এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তা, এরপরও এমন ঘটনা কেন ঘটে, কাদের সহায়তায় ঘটে, প্রতিকার কেন হয়না । । বাংলাদেশ ছাড়া আর কোন এয়ারপোর্টে লাগেজ দড়ি দিয়ে বেঁধে কাউকে ভ্রমন করতে দেখেছেন ?
এদের কাউকেই ধরতে পারলেই জনগনের প্রতিক্রিয়া কি হবে , কেন হবে এই জিনিসটা আগে ভাবা দরকার। ছিনতাই কারীকে ধরে পুলিশে দিলে কি হয়, বিচারে সাজা হয়েছে কোন ছিনতাই কারীর এই ঘটনা আমি আজও শুনি নাই। মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে বিবেক শূন্য হয়ে যাচ্ছে, এমনি এমনি না ।
এইখানে সবাই আমরা জিম্মি , তাই চান্স পাইলেই অন্যের উপর এক হাত নেবার সুযোগ কেউ ছাড়েনা । সুযোগ পেলে রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বোচ্চ ক্ষমতাধর লোকজন , সবাই একে অন্যকে জিম্মি করে চলেছে । এইজন্য কোন অপরাধীকে ধরলেও তাকে পুলিশে দেয়ার ব্যাপারে কারো আগ্রহ থাকেনা, মনস্তত্ত্ব কাজ করে "এইটারে মাইরা ফেললেত অন্তত একটা অপরাধী কমল "- সে আসলেই অপরাধী কিনা সেটা জাচাই এরও প্রয়োজন বোধ করেনা ।
কি কি পরিবর্তন সাধন করলে বাংলাদেশ বদলাবে সেইটা নিয়ে কাজ করার কথা যদি আপনার মাথায় না আসে, খালি একটা স্ট্যাটাস দিয়ে হত্যার বিচার পেয়ে যাবেন এই ভাবনা কি করে ভাবেন । । পয়লা বৈশাখের ঘটনা মনে হয় সবাই ভুলে গেছেন, সেটা এখন অতীত, আগামীর কোন নারী নির্যাতনের রেফারেন্স, তাইনা !!! তো এই আপনি কোন মুখে , কিসের জন্য বিচার চান, কেনইবা চান ? ১৬ কোটি মানুষ বদলানো এত সোজা না । । অন্তত এই ফেসবুকে বসেত কোন ভাবেই না । যারা বদলাতে পারবেন তারা না চাইলে এটা কোন ভাবেই হবেনা ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৪