
২০০১ সালের কথা, সবে মাত্র নিজের একটা কম্পিউটার হয়েছে, সাথে আছে দোকানির দিয়ে দেয়া নানা সফটওয়্যার। একদিন পেয়ে গেলাম "ফরচুন টেলার" নামের একটা ফানি সফট। তাতে নাম, জন্ম তারিখ আর জন্ম সময় লিখে দিলে সে বলে দেয় আপনার ভুত ভবিষ্যত। কি করা উচিৎ সহ আরও নানা উপদেশ। আমাকে যে উপদেশ দেয়া হল তাতে বলা হল -লেখালেখি কে আপনি পেশা হিসেবে নিলে ভাল করবেন। একগাদা হেসে নিলাম তখন। ওটা অত সহজ কাজ নয় যে চাইলেই ভাল লেখা যায় বা পেশা হিসেবে নেয়া যায়। হালকা পাতলা কবিতা লেখার চর্চা থাকলেও লেখালেখিটা ওভাবে কখনো করা হয়নি। মাঝে মাঝে ফরচুন টেলারের কথা মনে পড়ত বইকি। ইচ্ছাও করত লেখালেখির।
২০০৬ সালে সে সুযোগটা যেন এনে দিল somewhereinblog। প্রথমে শুধু পাঠক, তারপর শুধু ছবি ব্লগ আর এভাবে চলতে চলতে হঠাৎ করে ছোটগল্পও লেখা শুরু করলাম। ভাল হউক মন্দ হউক, সহ ব্লগার যারা অনেকেই আজ ব্যক্তিগত বন্ধু হয়ে গেছেন নিয়মিত উৎসাহ দিয়ে গেছেন । আমিও লেখার চেস্টা করেছি, আমার মত করে, ভাল মন্দ নিয়ে অত ভাবিনি, নিজের মনে যেমনটা এসেছে তাই লিখে গেছি - গুরুত্বপূর্ণ ছিল ব্লগে মজার সময় কাটানো। সেটা পেরেছি এটাই সময়ের স্বার্থকতা।
somewhereinblog এর কল্যাণে যে লেখালেখি সেটাকে পুস্তকে রুপান্তরের একটা ইচ্ছাও কাজ করছিল। প্রিয় সুহৃদ ও কলীগ জহীর ভাই এর ঐকান্তিক ইচ্ছায় সেটাও আজ বাস্তবে রুপ লাভ করছে। আমার লেখা ২৩টি ছোট গল্প নিয়ে আজ থেকে বই মেলাতে কাকলী প্রকাশনীতে পাওয়া যাবে প্রথম গল্পের বই "শেকলে বাঁধা ময়না " , প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
সামুতে পাঁচ বছর পূর্তি, বই মেলাতে বই- অনুপম এক ভাললাগা আসলেই। পথ চলাতে প্রতিনিয়ত পেয়ে আসছি আমার বাবা-মার আন্তরিক দোয়া যা সব সময় আমার পাথেয়। প্রিয় বন্ধুদের ভালবাসা- সেটা আসলে লিখতে গেলে শেষ হবেনা কখনো, পথ চলায় নিত্য সাথী হতে যাওয়া মানুষটি - আমার সব কাজেই যার উৎসাহের শেষ নেই , আর প্রিয় সামু এবং সামুর ব্লগাররা যাদের নিয়ে তৈরি হয়েছে আমার আরেকটি জগৎ -- সবার প্রতি আমার ভালবাসা আজীবনই থাকবে ।
সবার পথ চলা হউক নিরন্তর, ভাল লাগায় ভরে উঠুক জীবন..........শুভকামনা, শুভ ব্লগিং ।