
গত কয়েকমাস ধরে একের পর এক মন্দির,প্রতিমা ভাংচুর করা হচ্ছে ।শাহরিয়ার কবিররা এখন মুখে কলা নিয়ে বসে আছে কোন ডুকুমেন্টারী বানাচ্ছে না।বিগত জোট সরকারের সময় কত ডকুমেন্টারী দেখায়ছে চুশীল ভাকুররা কিন্তু এখন নিরব।তাই মন্দির প্রতিমা ভাংচুরের কিছু ডিজিটাল কারণ।
১..সরকারকে বেকায়দায় ফেলতে বিরোধীদল এমন ঘটাচ্ছে -সুরন্জিত বাবু

২..মন্দির ভাংচুরের কারণেই সারা দেশে লোডশেডিং হচ্ছে- সাজেদা খালা

৩..যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্থ করতেই জামাত-শিবির পরিকল্পিত ভাবে এমন করছে।বঙ্গবন্ধুর সাথে প্ল্যানচ্যাটের পর গাফফার চৌধুরী

৪..দ্রব্যমূল্য বাড়ানোর জন্য বিরোধীদল পরিকল্পিতভাবে এমন করছে-বানিজ্যমন্ত্রী

৫..বঙ্গবন্ধু যেন শান্তিতে মরোনওর নোবেল পুরষ্কার না পায় সে জন্য বিরোধীদল এমন করছে -ধর্মমন্ত্রী

৬..ভারতের সাথে সুসম্পর্কূ নষ্ট করতেই পাকিস্তানের সাথে আতাঁত করে বিরোধী দল এমন করছে। --সোনামনি খালা

৭...সবই জামাতী ছাগুগো কারবার।--আওয়ামী ব্লগার

৮..প্রতিমা ভাংচে ধর্ষন তো করে নাই --ধর্ষনলীগপন্থী ব্লগার

৯..সবই ব্লগ ধামাকা ওরফে আন্ধার ওরফে নবীন বাবুর কাজ---সব কিছুতে নবীন বাবুরে খোঁজা জনৈক রাতের কামলা

১০..এই ষড়যন্ত্র বিএনপিকো ডোবাবে- জনৈক সুশীল ব্লগার

১১..ইসলামই এর জন্য দায়ী--- নাস্তিক ব্লগার

১২..পূজায় এইবার মনে হয় শান্তিতে লুলানোও যাবেন--লুলু ব্লগার

মন্দির ভাংচুরের ঘটনা বাস্তব হলেও ডায়লগগুলো কাল্পনিক ।কার সাথে মিল পাওয়া গেলে সে এই পোস্টে মাইনাস দিতে পারে

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৯