শুভ জন্মদিন প্রিয় কবি, সাহিত্যিক, প্রিয় মানুষ শ্রদ্ধেয় শিখা রহমান
আলোকিত শিখা
~~ এন এম শামীম
উৎসর্গঃ শিখা রহমান
ছন্দের বিন্দুতে,
কাব্যের সিন্ধুতে,
যার মুখখানি অবিরত ভাসে!
গদ্যের জাদুতে
সাহিত্যের বাহুডোরে
যে মুখবয়ব বিস্মিত করে হাসে।
নদীর স্রোতের মত শব্দেরা ডানা মেলে হেথায়।
অবহেলায় নুড়ে পড়া কলমি ফুলেরও ঠায় মেলে কবিতার সবুজ গালিচায়।
এখানে পান্ডুলিপি জুড়ে ঠায় মেলে সাদা বক, শালিক, কোকিল ডাহুক।
এখানে গল্পেরা জলকেলী খেলে,
ঝরনার মত নিক্কন করে,
রঞ্জিত করে সহস্র তরুন চারু বুক।
যেখানে শব্দেরা প্রাণ পায়
বাক্যেরা খুজে পায় দিশা।
সেখানে চির সবুজ চারু বুক,
অন্ধকার ভেদ করে,
সাহিত্যের কোল জুড়ে দীপ হয়ে জ্বলে রয় আলোকিত "শিখা"।
আপনার ছন্দের যাদুতে আরো বহুকাল মুগ্ধ হয়ে থাকতে চাই।
শব্দের গাথুনীতে সম্মোহিত হয়ে হারিয়ে যেতে চাই বহু বহু বেলা।
Happy Birthday to U Dear Honourable poet Shikha Rahman
ছবিঃ কবি শিখা রহমানের ফেসবুক টাইমলাইন থেকে
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৭