কি অদ্ভুত সমুদ্র তুমি,
জল নেই, গর্জন নেই
তবু কি প্রবল প্রতাপে ঢেউ হয়ে আছড়ে পড়ো হৃদ সৈকতে।
কি অদ্ভুত আকাশ তুমি,
মেঘ নেই, ঝড়ো হাওয়া নেই
তবু কি অবিরাম বৃষ্টি হয়ে ঝরো চোখে।
কি অদ্ভুত রাত তুমি,
চাঁদ নেই, বালিকা ভুলানো জোৎস্না নেই
তবু কি বিমুগ্ধ চাঁদ হয়ে জ্বলজ্বল করো হৃদ আকাশে।
কি অদ্ভুত নারী তুমি,
স্পর্শে নেই, কন্ঠস্বরের মাদকতা নেই,
কোথাও তুমি নেই
তবু কি অদ্ভুত সম্মোহনে বেঁধে রাখো গভীর আবেশে।
কি অদ্ভুত প্রেয়সী তুমি,
বিকেলের মুখোমুখি বসে থাকার মুগ্ধতায় নেই, ক্যান্ডেল লাইট ডিনারে নেই,
তবু কতকাল ধরে কল্পলোকে রয়ে গেছো প্রণয় হয়ে।