এসো পরী,
বৃষ্টিতে ভিজি
হাতে হাত রাখি আজ আবার!
চোখে চোখ রেখে আজ যে সময়
তৃষ্ণার চুমোতে হারিয়ে যাবার।
তুমি ডাক দিলে তুমি আমি ফের দুজনে ভিজবো বৃষ্টিতে!
হারিয়ে যাবো তোমার ও চোখের মায়াবী দৃষ্টিতে!
এসো পরী,
সব বাধা ভেঙ্গে ফেলি, হারিয়ে যাই নব সৃষ্টিতে।
যুগল হৃদয় হেসে কুটি কুটি হই
এই নবারুন বৃষ্টিতে।
আহা
বৃষ্টিতে।
এসো জলের সাথে জল মিতালী খেলি,
চোখের ভাষায় প্রণয় হোক,
আজ সৃষ্টির উল্লাসে মেতে
আমাদের হৃদয় ফের আনন্দে হাসুক।
চলো ছুড়ে ফেলি সব ভয় শঙ্কা,
ভাগা ভাগি করি আনন্দ সুখ।
আমাদের প্রণয় ফের আঁধার পেরিয়ে রঙ্গিন আলোতে ভাসুক।