তোকে ছুয়ে দিলে হায়, আমি হয়ে যাই নদী,
তোর চোখের কোণে হায়, এঁকে যাই বৃষ্টির ছবি!
তুই আমার,
শুধু আমার,
আমার আকাশের পরী।
তোর মন জোছনায় আমি ভেসে যাই রোজ,
তোর ঊদাস করা বিকেলে আমি হয়ে যাই অবুঝ।
এই হৃদয় আকাশে আঁকা তোরই ছবি।
তুই আমার,
শুধু আমার,
আমার আকাশের পরী।
তোর হাসির মূর্ছনায় আমি ব্যাকুল হয়ে যাই,
তোর নীরবতায় হায়,আমি পাগল পাগল প্রায়।
এই মনের বারন্দায় তোর বিচরন নিত্য নিরবধি।
তুই আমার,
শুধু আমার
আমার আকাশের পরী।
তোকে ছুয়ে দিলে হায়, আমি হয়ে যাই নদী,
তোর চোখের কোণে হায়, এঁকে যাই বৃষ্টির ছবি।
তুই আমার,
শুধু আমার,
আমার আকাশের পরী।