অতপর
সমস্ত তিমির দূর করে নেমে আসে প্রশান্তির ভোর!
সমস্ত অপবাদ,সব অসম্মান, আধার ভেদ করে খোলে যায় মুক্তির দোর।
আক্ষেপ,
সময় ফিরেনা!
ফিরেনা হারানো প্রিয়জন,
হারিয়ে যাওয়া সময়ে
রয়ে যায় কিছু বেদনার অনুক্ষন।
দাবি,
ফিরিয়ে দাও সময়,
মুক্ত চেতনা।
দূর করে দাও যত আক্ষেপ,
যাপিত যাতনা।
আমি,
আজ উল্লাসে মাতোয়ারা হবো,
শব্দ বুনে বুনে পূর্ন করবো জীবনের চারিধার।
কে আছে হেথায়,নিন্দিত বাহুবলী,কার আছে হিম্মত?
আমার মাঝে আবার ঢালিয়া দিবে শত জনমের আঁধার?
আমি মুক্ত,
আমি বাধাহীন এক দূরন্ত ঘোড়সওয়ার।
আমি আজ সমস্ত বাধা চূর্নি
পাড়ি দিবো তিমির পাহাড়!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২১