আসুন, আপনার ভেতরে ঢুকে পড়ি আমি
আর আমার ভেতরে সে
আপনি ঢুকে পড়ুন পাশের লোকটির মধ্যে এবং
পাশের লোকটি ঢুকে যাক পছন্দমতো অন্য কারো ভেতরে
পুলিশ ঢুকে পড়ুক খুনির ভেতরে এবং মৃত লাশের দেহে
ঢুকে যাক খুনি
মন্ত্রী মহোদয় ঢুকে পড়ুন শ্রমিকের ঘামে
আড়তদার ঢুকে যাক কৃষকের নিঃশ্বাসে
জনগণের গভীরে ঢুকে ঘুরে বেড়াক রাষ্ট্র
এবং ধর্ম ঢুকে যাক দ্রোহীর আত্মায়
অনুরূপ, পুত্রের ভেতরে ঢুকে যাক পিতা
বন্ধুর ভেতরে স্বার্থান্বেষী, প্রেমিকার কান্নায় প্রতারক
এবং বিত্তবানরা ঢুকে যাক অভাবীর বুকে
অতঃপর, এভাবেই একে অপরের ভেতরে ঢুকতে ঢুকতে
আসুন আমরা পরস্পরের গভীর বেদনাগুলো বুঝতে শিখে যাই!
(কাব্যগ্রন্থ: মানুষ কেনো ফুলের নাম নয় / ২০১৬)
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭