সন্ধ্যার ভেতর থেকে রিকশা খুঁড়ে আনি
বারবার
আর দেখি, কী দারুণ শূন্যতায় ভেসে যাচ্ছে চোখ
মুঠোর ভেতরে সেই সেঁটে থাকা আঙুলের সারি
চুড়ি-কাঠের ছোঁয়া, পাই না আর, সহজ করতল!
আঙুলের সাথে কিছু সংলাপ ছিলো
আঙুলের ভাঁজে কিছু কথোপকথন
কথার পাঁজরে রয় তিনভাগ না-কথার চুপ
সেখানেই ডুব দিতে যদি
দূরপাল্লার সন্ধ্যায়, কোনদিন ফুরাতো না পথ!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪