ট্রেন যাচ্ছে। শব্দ শোনা যায়
রাত ভেঙে যায় শব্দের ঘায়ে
আমি এই ট্রেনে যাবো, বহুদূর যাবো
যেখানে তুমি আছো। অথবা নেই…
চোখ ভেসে যাচ্ছে
চোখ ভেঙে যাচ্ছে ঘুমে
বহুরাত পর, বহুরাত পার হয়ে আসছে ঘুম
আমি কি ঘুমিয়ে যাবো?
যদি ঘুমিয়ে যাই
যদি ঘুমের মধ্যেও ঘুম আসে
যদি ঘুমের মধ্যে ট্রেন আসে
হুইসেল বাজিয়ে ডাকে ট্রেন
আমি তবে চলে যাবো?
যদি চলে যাই
যদি ফিরে না আসি বিপরীত কোন ট্রেনে
আমাকে ক্ষমা করো
ভুল করে ক্ষমা করো
আমি এই ট্রেনেই হয়তো যাবো, বহুদূর চলে যাবো
যেখানে তুমি আছো। অথবা নেই...
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮