দরজায় কে কড়া নাড়ে?
ঘরের ভেতরে কেউ নেই;
ঘরের ভেতরে কেউ নেই!
ঘরের ভেতরে আমি একজন টেবিল
ঘরের ভেতরে আমি একজন টেবিলঘড়ি
আমার ভেতরে অনবরত ঘুরছে তিনটি তীক্ষ্ণ ছুরি
আমার ভেতরে চিৎকার, আমার ভেতরে রক্ত, আমার ভেতরে...
দরজায় কে কড়া নাড়ে?
ঘরের ভেতরে কেউ নেই;
ঘরের ভেতরে কেউ নেই!
ঘরের ভেতরে আমি একজন সফেদ বিছানা
ঘরের ভেতরে আমি একজন সফেদ মেঘের বালিশ
আমার ভেতরে জল, আমার ভেতরে তীব্র বর্ষণ, আমার ভেতরে...
দরজায় কে কড়া নাড়ে?
ঘরের ভেতরে আমি একজন ভাঙা আলমারি
আমার ভেতরে লাল জরিদার শাড়ি
আমার ভেতরে একরতি নাকফুল
আমার ভেতরে ছেঁড়া ব্রেসিয়ার
আমার ভেতরে চুড়ির কান্না
আমার ভেতরে মুছে যাওয়া সিঁদুর!
ঘরের ভেতরে আমি একজন ঝুলন্ত শার্ট
আমি একজন পুরাতন অফিসব্যাগ
আমি একজন বাইকের চাবি
আমি একজন পরিত্যক্ত সিগারেটের প্যাকেট
ঘরের ভেতরে আমি একজন স্বচ্ছ আয়না
আমার ভেতরে দৃশ্যের ঘোরাফেরা
আমার ভেতরে একজোড়া দাম্পত্য
আমার ভেতরে মায়াবী একটি সংসার
আমার ভেতরে কলহ, আমার ভেতরে বিচ্ছিন্ন দুটি হাত
আমার ভেতরে নির্জন নিঃসঙ্গতা
দরজায় কে কড়া নাড়ে? প্রেম, না অসুখ?
দরজায় কে কড়া নাড়ে? সময়, না মৃত্যু?
কে কড়া নাড়ে দরজায়? কে?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২