বিদ্যুৎ ছাড়া মোবাইলেও চার্জ দেবে বনসাই। ফ্রান্সের ডিজাইনার ভিভিয়েন মুলার ‘দ্য ইলেক্ট্রি’ নামে এমন একটি বনসাই গাছ তৈরি করেছেন, যেটা সোলার এনার্জি ব্যবহার করে মোবাইলসহ অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে চার্জ দিতে পারবে।
বনসাই গাছে ২৭টি পাতাসদৃশ্য সিলিকন সোলার প্যানেল আছে। সোলার প্যালেনগুলো সূর্য থেকে শক্তি সঞ্চয় করবে। ব্যবহারকারীরাই বনসাই তৈরি করে নিতে পারবে।
মুলারের আবিষ্কৃত বনসাইয়ের শেকড়ে একটি গোপন ব্যাটারি আছে, যা সূর্য থেকে শক্তি সঞ্চয় করে। একবার পুরোপুরি ব্যাটারি চার্জ হয়ে গেলে একটি বনসাই গাছ মাত্র চার ঘণ্টায় একটি আইপ্যাড চার্জ দিতে পারে।
এরকম একটি বনসাই গাছের জন্য গ্রাহককে গুনতে হবে ২৮৩ পাউন্ড।