আমি আস্তিক না নাস্তিক এটা নিয়ে এখন আর ভাবি না........
একজন একটা কাল্পনিক কথা বলবে আর সেটা বিশ্বাস না করলেই 'নাস্তিক' নামক একটা বিশেষন আমার নামের আগে পরে যুক্ত হবে, এতে আমি মোটেই বিচলিত নই...
কারন আপনি হিন্দু হলে মুসলমানরা আপনাকে নাস্তিকের দলে ফেলে দিবে, দোজখে পাঠাবে আবার মুসলমান হলে হিন্দুরা আপনাকে নাস্তিকের দলে ফেলে দিবে এবং নরকে পাঠাবে..
আমি মনে করি, মানুষই ধর্ম সৃষ্টি করেছে, ধর্মকে বাচানোর প্রয়োজনেই কাল্পনিক সৃষ্টিকর্তার আবির্ভাব, যদি তাই না হতো তবে এ মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা থাকতো এবং একটি ধর্ম থাকতো...অনেকগুলো ধর্ম ভিন্ন ভিন্ন অনেকগুলো সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে...কেউ একজনে বিশ্বাসী আবার কেউ বহুজনে.... যা সেই তথাকথিত সত্ত্বার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে... তাই একথা প্রমান করে যে, প্রকৃতিই সব কিছুর সৃষ্টি কর্তা কারন তার কছে সবাই সমান, সে কাউকে নরক/দোজখে পাঠাবে না, আপনি যে ধর্মেরই হোন আপনাকে বাতাস , আলো, পানি দিয়ে সাহায্য করছে..সে আপনার কাছে কিছুই চায়না.....
.......অনেক খুজেও এমন কোন উচ্চতর সত্ত্বার অস্তিত্ব পাই নাই যা মহাবিশ্বের সৃষ্টি বা রক্ষনাবেক্ষনে কোন ভূমিকা রাখতে পারে....
তাই জাহিদুর রহমান মাসুদ ভাইয়ের কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই " বিজ্ঞানই একদিন এই কল্পনার জাল চুর্ণ-বিচুর্ণ করে দিবে। সেইদিনের প্রতিক্ষায় থাকলাম।"
সত্য সমাগত, মিথ্যা অপসৃত হবেই...........