১) পাকিস্তান ও ভারত একই সময়ে স্বাধীন হয়েছিলো; পাকিস্তানের রাজনীতির অস্হিরতাকে কাজে লাগিয়ে, আমেরিকা ওখনে সামরিক ক্যু করায়ে আই্যুবকে ক্ষমতায় এনে ১৯৫৮ সালে দেশটিকে মিলিটারীর পেটে নিয়ে যায়; উহা আজো মিলিটারীর পেটে।
২) মিলিটারী শাসনের ফলে, ১৯৭১ সালে দেশটি ২ ভাগে বিভক্ত হয়; ১৯৭৫ সালে আমেরিকা বাংলাদেশে সামরিক ক্যু ঘটায়ে উহাকে পাকিস্তানের সমপর্যায়ে নিয়ে যায়। বাংলাদেশ এখনো মিলিটারীর পেটে।
৩) পাকিস্তান ও বাংলাদেশ মিলিটারীর হাতে থাকায় শিক্ষা ও মাথাপিছু আয়ে দেশ ২টি পেছেন পড়ে যায়। উভয় দেশের মানুষ পেছনে পড়ে গিয়ে ভারতকে সব বিষয়ে দোষারোপ করে আসছে; ভারত নিজের মানুষকে শিক্ষিত করে, বিশ্বের ৫ম অর্থনীতিতে পরিণত হয়েছে; পাকিস্তান ও বাংলাদেশের সমস্যা নিয়ে চিন্তিত নয়।
৪) ভারত শুরু থেকে জনসংখ্যার চাপে ছিলো, এখনো আছে; এরপরেও তারা উন্নত বিশ্বে যেতে সক্ষম হয়েছে; ওদের উন্নয়নের ফরমুলা হচ্ছে: উন্নত মানের শিক্ষা, গণতান্ত্রিক সরকার ও দেশপ্রেম।
৫) বাংলাদেশ ও পাকিস্তানের যেকোন শিক্ষিত মানুষের চেয়ে সমমানের শিক্ষিত ভারতীয়-নাগরিকের দক্ষতা বেশী ও কাজের বেলায় স্বচ্চ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৭