কোনো এক সাক্ষাৎকারে ভারতের জয়সংকর বলেছিলো, ভারতের এগিয়ে যাবার গল্প শুনতে চান,দেখতে চান তাহলে ভারতীয় ক্রিকেটের দিকে তাকান, তাহলে ব্যাপারটা পরিস্কার হবে। সময় ছিলো, ভারতকে ক্রিকেটে তেমন কেউ কাউন্ট করতো না, যখন উইন্ডিজ দাপট ছিলো ; এমনকি ভারতীয়রাই উইন্ডিজদের সুপিরিয়র মনে করতো,এরপর যখন অস্ট্রেলিয়া যুগ শুরু হয় তখনো ভারত শুধু ক্রিকেটই খেলতো, আরাধ্য চেষ্টা করতো কিন্তু জিততো অস্ট্রেলিয়া। এরপর ধীরে ধীরে ভারত উন্নতি করে এবং এখন দেখেন ভারত আইসিসি দখলে রেখেছে, আইপিএলকে গ্লোবাল ইভেন্ট বানিয়েছে এবং ক্রিকেটের সুপারপাওয়ার বনে গেছে।আপনি কি ভারতীয় ক্রিকেট পছন্দ করেন?
বাংলাদেশের কি আপডেট? ২০ বছর চলেই গেলো,বাঙালীরা ক্রিকেটই খেলছে, নেই কোনো এশিয়া কাপ ; লিজেন্ড পয়দার জায়গার সাকিব ছাড়া কেউ নেই,সাকিব এমনি লিজেন্ড যে নৌকার ব্যানারে ছবি দিয়ে দেশ ছাড়া।ক্রিকেট শুধু এখন বাড়ির উঠোনেই চলবে। পাকি ইমরান প্রধানমন্ত্রী ছিলো,আমাদের গুলো এতদুর যায়নি। কীভাবে যাবে? বিশ্বকাপ জেতাতে পারিনি তো।মিরপুরে হাসিনাকে পতাকা হাতে দেখা যেতো যখন বাংলাদেশ সুপার পাওয়ারদের মাঝেমধ্যে হারাতো; এখন ভারতে বসে কি থাকবে উনার হাতে। ভারতে বাংলাদেশের ম্যাচ হলে পতাকা হাতে শেখ হাসিনাকে দেখা যাবে স্টেডিয়ামে?
উপমহাদেশের ক্রিকেট যোগ্যতায় বাংলার নাম নেই,ভারত সবসময় নিজেদের নাম উপরে রাখার চেষ্টা করতো, পাকিস্তানের সব ট্রফি জেতা থাকলেও ঐ দেশে কেউ খেলতে যায় না, আইসিসির কথায় উঠতে বসতে হয়। এর বাইরে শ্রীলংকা ক্রিকেটের পাওয়ারহাউজ থেকে বিরতি দিয়ে এখন নিজেদের মধ্যে স্ট্রাগল করছে টিকে থাকার জন্য।বাংলার মায়েদের যারা স্বপ্ন দেখতো ছেলেকে ক্রিকেটার বানাতে, স্বপ্ন বদলে যাচ্ছে নাকি? অন্যদিকে তালেবান খপ্পরে দেশ পড়লেও ক্রিকেট ভালোর দিকে যাচ্ছে আফগানদের, আফগান টিমের লিজেন্ডরা তালেবান সরকারকে আকুতি করে বলছে যে, আমাদের মেয়েদের পড়তে দিন!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২