# বাংলার মাটিতে এলিয়েন নেমে এলে সামহোয়ারইনব্লগে উঁকি দেবার চেষ্টা করবে প্রথমে; আপনিও উঁকি মেরে দেখুন।কি ঘটছে! আপনি তরুণপ্রজন্মের অংশ? আপনার ব্রেইন কতটুকু ডেভেলপড হয়েছে যাচাই করতে ব্লগে রেজিস্টার করে দেখতে পারেন।ঐখানে পরিণত মগজ জ্ঞান বিতরণ করে বিনামূল্যে।
# বিদেশী টেকনোলজির সোস্যাল নেটওয়ার্কে অনেক সময় দিয়েছেন,এবার দেশের দিকে তাকিয়ে দেখুন, বাংলা ভাষার সবচেয়ে বড় কমিউনিটি সামহোয়্যার ইন ব্লগে রেজিস্ট্রেশন করুন।আপনার পাল তোলা নৌকা ব্লগে ভিড়িয়ে বিশ্রাম নিয়ে দেখুন,হতাশ হবেন না।
# হয়তো আপনার হৃদয়ে বিপ্লবী চেতনা কাজ করে,ভাবনায় নতুন কিছু উদয় হয়,সমাজ সংস্কারের পথে আপনি আপনি বয়ে নিয়ে যেতে চান নতুন সমাজের স্বপ্ন; তাহলে সামহোয়্যার ইন ব্লগে লিখুন,আপনার মেধা/ কলমের জোরে নতুন সমাজ আপনার কাছে এসে ধরা দেবে সময়ের ব্যবধানে।
# জীবনে বহু লেখালেখি হয়তো করেছেন, ব্লগে করে দেখেছেন কখনো? নতুন পরিবেশের চ্যালেঞ্জ নিয়ে নিজের সম্ভাবনাময় জেনেটিক্স কোড যাচাই করে দেখুন,আনলক হয় কিনা। হতে পারে আপনার ভিতরে পুরো পৃথিবী সুপ্ত অবস্থায় আছে।
# বাঙালীদের মাঝে ভিন্ন প্রজাতির কিছু মানুষ সামহোয়্যার ইন ব্লগে লেখালেখি করে। মানসিকভাবে আপনি বিপর্যস্ত হলে মানবিকতার সংস্পর্শে আসতে চাইলে, আসুন।ভয় পাবেন না,ব্লগারেরা আপনাকে কখনো ঠকাবে না নিশ্চিত।আপনাকে স্বাগতম!
# পৃথিবীতে ভাষার অভাব নেই,আপনি নিজেকে সামহোয়ারইন ব্লগে এনে লেখালেখি করে নিজের যোগ্যতার ভিত্তিতে এমনভাবে প্রভাব বিস্তার করুন, যেন ভিন্নভাষী মানুষগুলো বাংলা ভাষা শিখতে আগ্রহী হয়।