ব্লগিং করি টুকটাক ; পোস্ট পড়ি, কমেন্ট করি,বেশিরভাগ প্রশ্নই করি, অনেকে বিরক্ত হয় কিনা বুঝা মুশকিল, নিজেও কিছু লেখার চেষ্টা করি। বাংলাদেশে ১ ঘন্টা পর সেলিব্রেশন শুরু হবে নতুন বছরের; আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অনেক নিষেধাজ্ঞা এসেছে,তবুও মুরগীর দাম বেড়েছে, পার্টিতে মনন মগজ ঢুকাতে চাচ্ছে;বাঙালীরা এসব বিধিনিষেধ মানবে বলে মনে হয় না, করোনায় বাঙালীরা মিলিটারীর সাথে চোর-পুলিশ খেলা জাতি। ফানুশের আগুনে ঢাকাসিটি না পুড়লেই হয়।
শেষ সময়ে এসে ব্লগ ডে সেলিব্রেশন স্থগিত হয়ে গেলো মডারেটররের অসুস্থতার জন্য ; কতজন রেজিস্টার করেছিলো জানি না। উনার শরীরের অবস্থা এখন কেমন? নতুন বছরের প্রথম মাসেই কি সেলিব্রেশনের নতুন তারিখ পাওয়া যাবে। প্রবীন ব্লগার নুরু সাহেবের মৃত্যু নিয়ে খারাপ লাগা কাজ করেছিলো সবার; তবে ভবিষ্যৎ'এ কেউ মারা গেলে ১ মাস পরে জেনে কান্নাকাটি করতে না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে কিনা??
বছরের শেষে শেখহাসিনা ১০ মিনিটে মেট্রো রেলে উড়াল দিলো উত্তরা থেকে আগারগাও। বিভিন্ন জেলা থেকে মানুষ মেট্রোতে উড়াল দিতে আসছে তা খবরের শিরোনাম হচ্ছে। মেট্রোরেল নিয়ে মানুষ খুশি হয়েছে কিন্তু তার চেয়েও বেশি খুশি হয়েছিলো ' আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায়। কালোমানিক পেলে চলে গেলো, ব্রাজিলের এবারের হারে পেলের মনের কস্ট থেকে শরীরের কস্ট কোনটা বেশি ছিলো জানা দরকার ছিলো। ভবিষ্যৎ 'এ এমন কে কে আছে যে মারা গেলে বিশ্ব মিডিয়া নড়েচড়ে বসবে?
নতুন বছরের নতুন ভাবে শুরু করার জন্য নতুন প্লান করা থাকে ম্যাক্সিমাম মানুষের; সব খারাপ বাদ দিয়ে নতুন ভাবে জন্মগ্রহণ করতে চায়। কতভাগ মানুষ সফল হয় জানেন আপনারা?? জানলে জানাতে পারেন। আপনার চোখে এমন কেউ আছে যে, নতুন বছরে নতুনভাবে জন্মগ্রহণ করেছে? বা আপনার নিজের ইতিহাস কেমন ছিলো
গত হয়ে যাওয়া বছরে সামুর কয়েকজন( গোফরান ভাই, স্বপ্নবাজ সৌরভ ভাই ও রুপক বিধৌত সাধু) ব্লগারের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, বুঝতে চেষ্টা করেছি, উনাদের কথা শুনেছি, নিজেও বলেছি, ভালো সময় কেটেছে উনাদের সাথে, ব্লগেও এ নিয়ে লিখেছি হাবিযাবি লিখেছি।নতুন বছরে আশা করছি, আরও ব্লগারদের সান্নিধ্যে আসবো।
নতুন বছরের শুভেচ্ছা!!