ম্যালা দিন হইয়া গেছে বলগে কিছু পুস্টু দেয়া হয় না। আম বল্গার তো তাই নতুন কিছু লেখা মাথায় আসেনা! তাই ফেসবুকে পুস্টু দেয়া পুরানো কয়েকটা কবতে পুস্টাইলাম !!
1.
আমি,
ফেলে আশা এশট্রে,
কিছু জমে থাকা ছাই,
অর্ধখাওয়া কিছু শলাকায়
সদা বিষন্নতা উড়াই।
আমি,
ধুলো মাখা পথ
উদ্দেশ্যবিহীন হাটায়
অহর্নিশী সুখে থাকার ভান করে যাই।
আমি ,
জেগে থাকা নির্ঘুম রাত,
একাকিত্তে কাটে আর
সুখে আছি এই ভেবে,
কল্পনার ফানুশ উড়িয়ে যাই!
2.
একটি শীতের কুয়াশা ভেজা সকালে,
বিরল মেঘের ফাঁকে সুর্যরস্নির ন্যায় দেখেছিলাম,
মৃদু কেঁপে এসেছিলে তুমি সামনে আমার!
আমি আরো বেশী কাপাকাপিতে ঢুলতে ঢুলতে, মৃদু ভাবে চিনেছিলাম তোমায়।
সেই থেকে শুরু, আজো অবধি তুমি সেই বিরল শীতের ভোরের সুর্য কিরণ তুমি আমার কাছে! কখনো অস্পষ্ট , কখনো বা মৃদু ভাবে দেখা দাও!
আজোও সেই রহস্যের মায়াজাল ভেদ করতে পারিনি তোমার!
পারবো কি না জানি না!
কেনোনা তুমি সেই বিরল প্রজাতির একজন আমার কাছে , যার কাছে ভিরতে গিয়েও আজও কোন কূল পাইনি!
বড়ই মায়াবতী আর রহস্যময়ি তুমি!!
3.
নান্দনিকতার মুখোশ পরে আজ আমি নান্দনিক হবো,
সভ্যতার মুখোশ ভেঙ্গে আমি আজ অসভ্য হবো।
মুগ্ধতা জাগানিয়া ,
আজ আমি শুধু ই মুগ্ধ হবো,
প্রেমিক সেজে প্রেম করবো,
শুধু তোকে পাবার আশা থাকলে
আমি আমাকে ই বদলে ফেলবো,
কিন্তু যদি বলিস, ভালো থেকো আমায় ছাড়া?
কেবলমাত্র তখনি আমি স্বৈরাচারী হবো।