জনাবা গোলাম আযম এর কথা শুইনা আমার হাঁসতে ইচ্ছা করতেছে ।
আশা করি আফনেরাও ব্যাপক বিনোদিত হইবেন :#>
১. " ফাকিস্তান যদি না থাকে তাহলে জামাত কর্মীদের বেচে থেকে লাভ নাই"
দৈনিক সংগ্রাম ২৬ সেপ্টেম্বর ১৯৭১
২. "পূর্ব পাকিস্তানের প্রতিটি মুসলমান নিজ নিজ এলাকায় দুষ্কৃতিকারীদের তন্ন তন্ন করে তালাশ করে নির্মূল করবে।"
১২ অগাস্ট ১৯৭১ দৈনিক সংগ্রাম
৩. দুষ্কৃতিকারীদের ধ্বংস করার কাজে পূর্ব পাকিস্তানের জনগন সশস্র বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছে।"
২৭ অগাস্ট ১৯৭১ দৈনিক সংগ্রাম
৪. দুষ্কৃতিকারীদের মোকাবেলা করার জন্য দেশের আদর্শ ও সংহতিতে বিশ্বাসী লোকদের হাতে অস্র সরবরাহ করার আবেদন করছি।"
দৈনিক সংগ্রাম ১৭৯১ তারিখ পাওয়া যায়নি
৫. ১৬ অক্টোবর ১৯৭১, বাইতুল মুকাররম এ তৌহিদই জনতার এক সভায় গোলাম আজম বলেন,
" তথাকথিত বাংলাদেশের আন্দোলনের ভুয়া স্লোগানে কান না দিয়ে পাকিস্তানকে নতুন করে গড়ে তুলার আহ্বান জানাচ্ছি"
দৈনিক পাকিস্তান ১৭ অক্টোবর ১৯৭১
৬. " পূর্ব পাকিস্তানে জামাতে ইসলামের কর্মীরা বেশিরভাগ ই আলবদর, আল সামশ বাহিনী গঠন করে মুক্তিবাহিনীর সাথে যুদ্ধ করেছে এবং প্রান দিচ্ছে। এখানে জামাতের অবদানই বেশী সুতরাংপূর্ব পাকিস্তান থেকে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হলে জামাতে থেকেই হতে হবে।"
গোলাম আযম, বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাস, চতুর্থ খণ্ড, মুক্তিযুদ্ধ পর্ব।