বিশাল বড় আকাশে লক্ষ তারার মাঝে আজ যেন শুকতারাটি নেই। হুম....... ব্লগার ইমন জুবায়ের, সেই শুকতারা।
অনেক কম বয়সেই গত হয়ে গেলেন তিনি। জুবায়ের ভাই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর পদচারনা লক্ষণীয়। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।
যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো....এক বরষায়,
এসো ঝরঝর বৃষ্টিতে....জলভরা দৃষ্টিতে
এসো কমল শ্যামল ছায়চলে এসো,
তুমি চলে এসো........এক বরষায় !!!!
ব্লগার ইমন জুবায়ের বেঁচে থাকবেন তাঁর লেখা প্রতিটি অক্ষরে, আমরা তার পথ ধরে হয়তো পৌঁছে যাব অনেক দূরে। তাঁর ফেসবুকে প্রিয় কোটেশন ছিল,
“সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই।”- মা সারদা
আর নিজের সম্পর্কে লিখেছেন,
''কেবলি দর্শক এবং ভাবুক ... এবং এই প্রশ্নে বিভ্রান্ত-
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোস্নারাতে মুগ্ধ কেন আমার নয়ন।''
সম্মানিত মডারেটরদের কাছে অনুরোধ তাঁর লেখা যেন আলাদা ভাবে সংরক্ষণ করে রাখা হয়, যাতে আমরা এবং সকল পাঠক সহজেই তাঁর লেখা পড়তে পারি, হোমপেজে লিংক দেয়া হোক।
আল্লাহ্ তাকে বেহেশত নসিব করুক, আমীন।