আট আনার জীবন,
চার আনা জ্যামে।
দুই আনা বসের ঝাড়ি,
ও জীবন তোর!!
আর দুই আনা বাকি-----
এক ভাঙ্গা টেম্পু,
এক গাদা যাত্রী,
ক্যাম্নে বল ধরে?
এক চিপা রাস্তা,
এক ডজন গর্ত-
ক্যাম্নে গাড়ি চলে?
একটা রাস্তা দশবার কাটলি,
আরো কাটবি নাকি??
ও জীবন তোর-
আর দুই আনা বাকি।
দুই ফোটা বৃষ্টি,
দুই নদী পানি-
ক্যম্নে বল জমে?
এক ডজন মন্ত্রি,
নয় কালের ফন্দি,
ক্যম্নে বল আটে?
ক্ষমতারই সহজ অঙ্ক-
তুমি বোঝো নাকি?
ও জীবন তোর-
আর কিছুই নাই বাকি।
মূল গান
আট আনার জীবন,
চার আনা ঘুমে,
দুই আনা প্রেমের বাকি,
ও জীবন তোর
আর দুই আনা বাকি
দুই ছটাক চক্ষু,
দুই নদী পানি-
ক্যম্নে বল ধরে,
এক ভরি অন্তর-
তিন পাহাড় দুঃখ-
ক্যাম্নে বল ধরে,
বিচ্ছেদেরই সহজ নামতা,
তুমি বোঝো নাকি।
দেড় পোয়া মগজ,ন
ছয় কালের স্মৃতি-
ক্যম্নে বল ধরে
ছয় ফোটা রক্তে-
নয় চিতার জ্বলন-
ক্যাম্নে বল ধরে।
বিরহেরই সহজ অঙ্ক,
তুমি বুঝো নাকি?
ও জীবন তোর।।
গানটি ডাউনলোড করতে
আট আনার জীবন মনির খান ft পাহাড়ের কান্না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর


আলোচিত ব্লগ
নদী ও তুমি
নদীটা সুন্দর ছিল তোমার পিছনে পড়ে
নদীর সামনে তুমিই সুন্দরী। নদী ও তুমি
সুন্দরের যমজ হলে একই দৃশ্যপটে
নজর সরে না তোমাদের থেকে সামান্য ।
আমার একি হাল... ...বাকিটুকু পড়ুন
ষ্টারলিংক ও কিছু কথা!
জ্বি, যাবে, একটা বসাইয়া পুরা বিল্ডিং কাম চালাইতে পারবে! সংবাদ সম্মেলনে জানানো হয়, একটা ‘ডিভাইস’ (যন্ত্র) থেকে ২০ থেকে সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে। গ্রামে তা ৫০ থেকে... ...বাকিটুকু পড়ুন
এনসিপি নেতা হান্নান মাসউদ কেন পঁচা শামুকে পা কাটেন ?
এনসিপি নেতা হান্নান মাসউদ কে তার দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। গত রোববার রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন কর্মীকে ' মাস্তানি ও মব সন্ত্রাস ' সৃষ্টির অভিযোগে... ...বাকিটুকু পড়ুন
অসমাপিকা,শেষ চিঠি অধ্যায়
"আর কেউ না জানুক, অরু জানে যে জীবনে যা হারিয়ে যায় সে আর ফিরে পাওয়া যায় না। হয়তো কেউই চায় না তবু বেদনা জেগে থাকে যাদের হৃদয় থাকে... ...বাকিটুকু পড়ুন
জীবনে বিফল হলে, নিচের মানুষটির ছবি দেখবেন
মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম... ...বাকিটুকু পড়ুন