আপনি কোন দলের সমর্থক ?
সেক্টর কমান্ডার মেজর জলিল, আমার প্রিয় নেতা যখন ইসলামের কথা বলা শুরু করল, ভারতকে বাধা দিল আমাদের সম্পদ গুলি না নেওয়ার জন্য, তোমরা আমাদের সাহায্য করছ, তাই বলে কি আমাদের সম্পদ নিয়ে যাবে, তখনই সে রাজাকার হয়ে গেল । আপনারা আমার প্রিয় নেতা সেক্টর কমান্ডার মেজর জলিল সাহেবের বইটা পড়ুন, তারপর আমার এখানে মন্তব্য করুন । বইটা নাম "অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা" ।
সাবেক রাষ্ট্রপ্রতি জিয়া-উর-রহমান ও এখন রাজাকার । তাকে নাকি কবর থেকে তুলে বিচার করা উচিত । আমি ও সব সময় উনার সমর্থন করতে পারি নাই । তার মানে এই নয় যে, সে রাজাকার ছিল ।
এখন তো দেখছি ৪ বছরের বাচ্ছা ও নাকি রাজাকার ছিল । যাক সেই সব কথা । এই ব্লকে এসে আমি ও রাজাকার হয়েছি । যদি ও আমি দেশ থেকে বহু দুরে অবস্হান করছি । তবু ও দুংখ নাই । যেহেতু আমার প্রিয় নেতা রাজাকার, আমি ও না হয় নিলাম এই উপাদি । তবু ও দেশকে ভালবেসে যাব ।
এইভাবে দেশের জনগনকে যারা ভাগ করেন, তারা কি একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার দলের ক্ষতি করছেন । নাকি আপনি ছাড়া দলে কেউ না থাকুক আপনি চান । আমার মনে পড়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন একটি কলামে পড়েছিলাম, শিবিরের উথ্থানের পিছনে জনকন্ঠ পত্রিকাই দায়ী । কারন হিসাবে বলেছিল, এই পত্রিকা খুব বেশি মাতামাতি করে । তাই এখন ২৫ বছর পরে এসে এখন ও তাই দেখতে পেলাম । কিছু অভদ্র রাজনীতিকবিদ দিয়ে যেভাবে ব্লগিং করানো হচ্ছে তা দ্বারা দলের ক্ষতি ছাড়া ভাল কিছু আশা করা যায় না।
সারাজীবন যে আদর্শ নিয়ে ছিলাম, এখন এই ব্লকে এসে ধারনা পাল্টে যাচ্ছে, শুধু মাএ অভদ্র রাজনীতিকবিদের কারণে । যা হউক এইটা আমার ব্যাপার । তবু ও বলব, আমার আদর্শের সাথে আপনা আদর্শ মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে গালাগালি করে আদর্শ প্রচার করা যায় না । গালি দিয়ে হয়ত মনের ঝাল মিঠানো যায়, আদর্শ প্রচার সম্ভব না ।
এই ব্লকে এসে জানতে পারলাম, আপনি যদি সরকারকে সমর্থন না করেন, তাহলে আপনি যুদ্ধাপরাধী, ছাগু, হিজবুত তাহরীর, জংগী গ্রুপ, রাজাকার, বাংলাভাই, মগবাজারের ছেলে----ইত্যাদি । তাই আমার প্রশ্ন, আপনি কোন দলের সমর্থক ?