বাংলার আকাশে অগ্নিবিণা হাতে প্রবেশ, ধূমকেতুর মতো প্রকাশ যে কবির তিনি আমাদের নজরুল। জীবনের প্রতিটি পদে সামাজিক শৃংখল, ধর্মীয় কুসংস্কার, জাতীগত সহিংসতা, রাস্ট্রীয় অন্যায়, বঞ্চিতের উপর শক্তিমানের অত্যাচারের সাথে নিত্য বসবাস করতে করতে তিনি হয়েছিলেন ‘বিদ্রোহী কবি’। তার কবিতার বিষয়বস্তু ছিল মানুষের প্রতি মানুষের অত্যাচার ও দাসত্বের বিরূদ্ধে সোচ্চার প্রতিবাদ। লেখনীর মাধ্যমে তিনি বৃটিশ রাজত্বের বিরূদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ন হন-পরিনতি হলো জেলখানা। সেখানে বসে জেলারের ‘কারন দর্শাও’ নোটিশের জবাবে লিখেন ‘রাজবন্দির জবানবন্দি’।
সমসাময়িক কালে যোগাযোগ সুবিধা কম থাকার কারনে নজরুলের লেখনি দেরীতে প্রকাশ হওয়ার করানে কোন লেখার তাৎক্ষনিক প্রতিক্রিয়া পাওয়া যেত না। কিন্তু আসানশোলের দারোগা রফিজউল্লাহ যদি রুটির দোকানের রাস্তার পাশের খাম্বার নীচ থেকে উঠিয়ে নিয়ে স্কুলে ভর্তি না করিয়ে একটি ‘ল্যাপটপ’ ধরিয়ে দিতেন তবে সম্ভবত নজরুল হতেন ‘বিশ্ববিদ্রোহী’। নজরুল যদি এ “ফেইসবুক যুগের” বাসিন্দা হতো (স্বৈরাচারীদের আল্লায় বাচাইছে) আর তার যদি একটা ফেইসবুক একাউন্ট থাকতো তবে কি হতো? আসেন একটু এ্যানালাইসিস (গভেষণা) করি....
১। নজরুলের প্রোফাইল পিকচার থাকতো বাশিঁ হাতে তার বিখ্যাত ছবিটি। হ্যামিলনের বাশিঁওয়ালার মতো তার পেছনে লেগে থাকতো মুক্তিকামী যুবক-বৃদ্ধের দল।
২। তার ফেইসবুক ফ্যান থাকতো কয়েক লক্ষ (গভেষনায় আমি সঠিক পরিসংখ্যান পাই নাই)
৩। ওয়ালে থাকতো তাঁর কবিতার বিখ্যাত ছত্র- “মম এক হাতে বাঁকা বাশেঁর বাশরী-আর হাতে রণতূর্য”।
৪। ফ্যান তালিকায় থাকতো মহাত্না গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিব, ফিদেল কেস্ট্রো, শেরে বাংলা একে ফজলুল হক, কামাল আতাতুর্ক সহ আরো অনেকে।
৫। শুধু নজরুলের পেইজ মেনটেইনেন্সের জন্য মার্ক জুকারবার্গকে স্পেশাল টিম ব্যবহার করতে হতো।
৬। ফেইসবুকের মাধ্যমে সর্বপ্রথম গণ আন্দোলনের সূচনা করতেন নজরুলই।
৭। নজরুলের কারনে, ফেইসবুকের কল্যাণে মিশরের আগে বাংলাদেশ স্বাধীন হতো।
৮। ফেইসবুকে রাজবন্দির জবানবন্দি লেখার ‘অপরাধেই’ তিনিই হতেন এপার বাংলা-ওপার বাংলার প্রধানমন্ত্রী!
বিশেষ দ্রষ্টব্য:
১। এই গভেষনা টিমে আমি ছাড়া আরো ৩জন সদস্য ছিলেন। জীবনের নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হলো না।
২। এই গভেষনায় আরো বহু তথ্য পাওয়া গেছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করা হলো না।
৩। গভেষনা রিপোর্ট প্রকাশের পরবর্তী যে কোন পরিস্থিতির জন্য কেউ দায়ী না- এমনকি আমিও না।


