যুগে যুগে বিভিন্ন বিদেশী শক্তির দখদারিত্বের কারনে মিশরে নতুন নতুন ধর্ম ও ভাষার প্রবর্তন হয়েছিল। আধুনিক মিশর আরব মুসলিম রাষ্ট্র হলেও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবস্থান ও দীর্ঘস্থায় রাজনৈতিক একতার কারনে মিশর থেকে এখনও পুরনো খ্রিস্টান, প্রাচীন গ্রীক-রোমান ও আদিবাসী ঐতিহ্য-রীতিনীতিগুলি হারিয়ে যায়নি।
খ্রিস্টপূর্ব ৪র্থ শতক থেকে বিভিন্ন বিদেশী শক্তি মিশর দখল করে। ৬৪১ সালে আরব মুসলিম যোদ্ধারা মিশর দখল করে। তখন থেকেই মিশর উসমানীয় সাম্রাজ্যের অধীনে মুসলিম ও আরব বিশ্বের একটি অংশ। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। ১৮০৫ থেকে ১৮৪৯ সাল পর্যন্ত তিনি দেশটির শাসন কার্য পরিচালনা করেন। ১৮৮২ সাল থেকে পরবর্তী ৪০ বছর মিশর ব্রিটিশ উপনিবেশের অধীন ছিল। ১৯২২ সালের ২৮ ফেব্রুয়ারীতে দেশটি রাজতন্ত্র হিসেবে স্বাধীনতা অর্জন করে। ১৯৫২ সালে গামাল আবদেল নাসের-এর নেতৃত্বে একদল সামরিক অফিসার রাজতন্ত্র উৎখাত করে এবং একটি প্রজাতন্ত্র হিসেবে মিশর প্রতিষ্ঠা করে। নাসের ১৯৫৬ সালের মধ্যে মিশর থেকে সমস্ত ব্রিটিশ সেনাকে সরিয়ে দেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি আনওয়ার আল-সাদাতের নেতৃত্বে মিশর প্রথম জাতি হিসেবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করে। মিশরের বিমান বাহিনীর কমান্ডার হোসনি মোবারক ১৯৭৫ সালের উপ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং সাদাত নিহত হবার পর ১৯৮১ সালের ১৪ই অক্টোবর মিশরের রাষ্ট্রপতি হন। মোহাম্মদ আলীর পর প্রেসিডেন্ট হোসনি মোবারক ছিলেন মিসরের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত মিশরের সবচেয়ে প্রভাবশালী ইসলামী দল “মুসলিম ব্রাদারহুডের” বিরুদ্ধে গুপ্তহত্যা, নির্যাতন, গণ গ্রেফতার সহ বিভিন্ন দমনাভিযান অব্যাহত রাখেন। ২০১১ সালের ৩০ জানুয়ারি থেকে মিশরে মুবারকের স্বৈরশাসনের বিরুদ্ধে গণবিক্ষোভের সূচনা হয় এবং আজ ১১ ফেব্রুয়ারী তিনি পদত্যাগ করতে বাধ্য হন। “মুসলিম ব্রাদারহুড” এই গণবিক্ষোভের নেতৃত্বে থাকলেও পশ্চিমা চাপের কারনে তাদের ক্ষমতার অংশিদারিত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
এক নজরে মিশর
নামের উৎস: মিশর, ইংরেজীতে- Egypt ইজিপ্ট্),
সরকারী নাম: মিশর আরব প্রজাতন্ত্র
অবস্থান: দেশটির বেশির ভাগ অংশ আফ্রিকাতে অবস্থিত, কিন্তু এর সবচেয়ে পূর্বের অংশটি, সিনাই উপদ্বীপ, সাধারণত এশিয়ার অন্তর্ভুক্ত বলে মনে করা হয়।
রাজধানী: কায়রো।
মোট্ আয়তন :১,০০২,৪৫০ বর্গকিমি /৩৮৭,০৪৮ বর্গমাইল
জনসংখ্যা: ৭৭,৪২০,০০০ (আনুমানিক) ২০০৯ এর আদম শুমারী মতে
জাতীয় দিবস: ২৩শে জুলাই
স্বাধীনতা লাভ: ২৮ ফেব্রুয়ারী ১৯২২
মূদ্রা: মিশরীয় পাউন্ড
সরকারি ওয়েবসাইট : http://www.egypt.gov.eg/english/