সন্ধ্যায় নেট কানেক্ট করে ব্লগে ঢুকেই তো চোখের ছানা বড় হয়ে গেল। আসলে এত সকাল নিরাপদ ব্লগার হবো ভাবতে পারিনি। এখানে সাইন আপ করার পর বুঝতে পারি এখানে যে কোন নতুন ব্লগারকে কয়েকটি ধাপে যাচাই করা হয়। এতে সময়ও একটা ফ্যাক্টর। হাওয়া থেকে পাওয়া খবরে জানতে পারি 'দিল্লী বহুদুর'। তাই ঝিমিয়ে ঝিমিয়ে পথ চলা শুরু করি। কিন্তু খরগোশ ও কচ্ছপের গল্পের নতুন অধ্যায় দেখতে পাই। তার মানে খরগোশই বিজয়ী হয়েছে। আমার ব্লগের মডারেশ স্টেটাসে দেখি "আপনি একজন নিরাপদ ব্লগার" আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশ হবে।
এ আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়।
ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে,
সাথে সাথে এই ব্লগের সকল নিয়মিত ও অনিয়মিত ব্লগারদের অভিনন্দন জানাই এবং সকলের সহযোগীতা কামনা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




