..
...
.....
হাতিম তাই-এর কথা মনে আছে? উদারতার প্রতীক হাতিমের শহর হাইল আছি এখন। আমি যেখানে আছি সেখানে থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই তুওয়ারিন এলাকা। সেখানেই হাতিম আল তাই-এর কবর আছে, সবাই তা-ই বলে থাকেন। অধীর আগ্রহে অপেক্ষায় আছি, এই উইকএন্ডে সেখানে যাবো।
তুওয়ারিন এলাকায় এখনো 'তাই' গোত্রের মানুষজন বসবাস করেন। হাতিমের ছেলে আদি ইবনে হাতিম (রাঃ) আমাদের নবীজীর সাহাবী ছিলেন। তাঁর সাহাবী হওয়ার কাহিনী বেশ চমকপ্রদ!
হাতিমের মৃত্যুর পরে তাঁর ছেলে আদি ইবনে হাতিম এলাকার অধিপতি হোন। তিনি নিজ এলাকার অধিকর্তা হয়েই তাঁর অধীনে থাকা মানুষজনের উপরে ট্যাক্স আরোপ করেন যা তাঁর বাবা 'হাতিম তাই' করেন নাই। এদিকে মহানবী (সা) একদল সাহাবীর মাধ্যমে আদি ইবনে হাতিমের এলাকা জয় করলে, আদি মিসর পালিয়ে যান। সেই সাথে তাঁর বোন রাসূলুল্লাহ (সা)-এর বাহিনীর হাতে ধরা পড়েন।
ধরা পড়ার পরে হাতিম তাইয়ের মেয়ে নবীজীর কাছে গিয়ে নিজের ভাইকে খুযে বের করার ব্যাপারে সাহায্য চাইলে, নবীজী তাকে চিনতে পেরে যথাযোগ্য সম্মান ও পাথেয় দিয়ে তাঁর ভাই আদি-কে খুজতে যেতে অনুমতি দেন। আদিকে খুঁজে বের করার পরে নিজের বোনকে রাসূলের বাহিনীর কাছে ধরা পড়ার পরেও এমন সম্মানজনক অবস্থায় দেখে আদি অবাক হোন।
তিনি নিজ এলাকায় এসে আরো অবাক হোন যখন দেখেন যে, একটি মসজিদে খেজুর পাতার আসনে বসে আছেন আমাদের প্রিয় নবীজী। অথচ, আদি ইবেন হাতিম ভেবেছিলেন যে, তাঁর এলাকা জয় করে হয়তো ইসলামের শেষ নবী প্রাসাদে থাকবেন! আদি এবং তাঁর এলাকার সবাই সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আমি এখন হাতিম তাইয়ের সেই হাইল শহরে আছি যেই শহরের মানুষ রাসূলের ওফাতের পরে মুসলমানদের কঠিন সময়েও ইসলামের ঝাণ্ডা উঁচুতে উঠিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চ দিয়েছিলেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৮