আমাদের বাসায় ৩-জন কাজের লোক আছেন। তিনজনই মহিলা। তাঁরা ছুটা কাজ করেন। অর্থাৎ, দিনের কাজ দিনেই করে দিয়ে যান। তাঁদের মাঝে ঐদিন একজন আমাদের বলে দিলেন, আজ থেকে তাঁকে 'বুয়া ম্যাডাম' ডাকতে হবে।
কাজের মানুষটার বয়স আন্দাজ ৬০+ হবে। আমার আম্মা তাঁকে 'বুড়ি বুয়া' ডেকেছিলেন। সেটা শুনে তাঁর কি রাগ! আমার বিবিজানের কাছে ঝাল ঝাড়লেন ঐ মহিলা - "আমারে বুড়ি বুয়া ডাকবো ক্যা! আমার দাঁত পইড়া গেছে বইল্যা! আমার নাতি এখনো মাদ্রাসায় মাত্র ক্লাস সিক্সে পড়ে। মাইনসের বাড়িতে কাজ করি বইল্যা আমি কি বুড়ি হইয়া গেসিগা?"
আমার স্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন তাঁকে কি ডাকা যায়। আমি জিজ্ঞাসা করলাম - বুয়া মানে কি? আমার বিবিজান উত্তর দিলেন যে, তাঁদের এলাকায় 'বু' শব্দ থেকে 'বুয়া' এসেছে। আর 'বু' শব্দের অর্থ 'আপা'।
আমি কাজের লোককে 'বু' ডাকতে বলে দিলাম।
আজ শুনলাম, বুড়ি মহিলাকে 'বু' ডাকলে চলবে না! তিনি তাতে খুশি নন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিলো - "কি ডাকলে আপনি খুশি হবে?"
বুয়ার নির্বিবাদ উত্তর - "আমারে বুয়া ম্যাডাম ডাকবেন!"
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১