পৃথিবীতে যত দেশ আছে, সেগুলো তিন ধরণের মানুষ শাসন করছে - ১) রাজা/রানী, ২) রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি, এবং ৩) সামরিক বাহিনীর প্রধান। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই তিন ধরণের মানুষই ভূমিগুলোর শাসনকর্তা। এই শাসনকর্তারা হয় দেশের শাসন ভার দখল করেছে, নাহয়, দেশ শাসনের জন্যে জনগণের কাছে আবেদন করতে হয়েছে, আর জনগণ ভোটের মাধ্যমে তাঁদের নির্বাচন করেছে। কিন্তু, বাংলাদেশ এক্ষেত্রে ব্যতিক্রম!
বাংলাদেশ এই পৃথিবীর একমাত্র মাত্র দেশ যেখানে শাসনকর্তা যার কোন রাজনৈতিক দল নেই। তিনি কোন রাজ পরিবার থেকে আসেননি। আমাদের বর্তমান শাসনকর্তা বাংলাদেশের জনগণের কাছে দেশ শাসনের জন্যে আবেদন করেন নাই! বরং, দেশের সিংহভাগ মানুষই তাঁকে ডেকে এনে শাসনকার্যের দায়িত্ব দিয়েছে!
এটা পৃথিবীর ইতিহাসে অভূতপুর্ব একটি ঘটনা! আমি বলবো, এটাই আধুনিক গণতন্ত্র।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৫